কালীমূর্তির পাশাপাশি কালীঘাটের এই পটুয়াপাড়ায় তৈরি হয় বিভিন্ন ধরনের ভূতও। যা এই পুজোর অন্যতম আকর্ষণ। বাজারের শেষ দিকে এই ভূত তৈরির দোকানগুলি রয়েছে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ ১৩:১৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৯
দুর্গাপুজোর সময়ে কুমোরটুলির পটুয়াপাড়ার মতোই কালীপুজোয় জমজমাট হয়ে ওঠে কালীঘাটের পটুয়াপাড়া। দুর্গাপুজো মিটতে না মিটতেই শুরু হয়ে যায় কালীপ্রতিমা বানানোর প্রস্তুতি। নানা মাপের, নানা ধরনের, ছোট-বড় সব রকমের, এমনকি থিমের ঠাকুরও তৈরি হয় একের পর এক।
০২০৯
কিন্তু কালীমূর্তির পাশাপাশি কালীঘাটের এই পটুয়াপাড়ায় তৈরি হয় বিভিন্ন ধরনের ভূতও। যা এই পুজোর অন্যতম আকর্ষণ। বাজারের শেষ দিকে এই ভূত তৈরির দোকানগুলি রয়েছে।
০৩০৯
ভূতের মডেলের দাম এখানে ৩০০ টাকা জোড়া থেকে শুরু। এ ছাড়াও জোড়া ভূত পেয়ে যাবেন ২৫০০, ৩০০০ এবং ৫০০০ টাকায়।
০৪০৯
ভূতের মডেলের মধ্যেও রয়েছে হরেক বিশেষত্ব। কারও চোখে বসবে বাল্ব, আবার কোনওটির মাথায় বসবে ঝাঁকড়া চুল।
০৫০৯
হিংস্র প্রাণীর আদলে তৈরি হচ্ছে ভূতের দাঁত ও নখ। এক একটিকে দেখতেও এক এক রকম। কোনওটির সঙ্গেই কোনও ভূতের মডেলের মিল নেই।
০৬০৯
কাঠামোয় মাটি লেপটে সেই মুখে নানা ধরনের দাঁত, জিভ লাগিয়েই তৈরি হচ্ছে ভয়ানক ডাকিনী-যোগিনীর মূর্তি।
০৭০৯
কালীপুজোয় ভুত-পেত্নিদেরও পুজো হয়। তাই অনেকে কালীর পাশে সাজাতেও এই সব মূর্তি নিয়ে যান। সেই কারণেই এই সময়ে কালীমূর্তি তৈরির পাশাপাশি ভূতের বাজারও থাকে তুঙ্গে।
০৮০৯
ভূতেদের দলে রয়েছে ডাকিনী-যোগিনী, ডাইনি, স্কন্ধকাটা, গেছোভূত, মামদো ভূত, ব্রহ্মদৈত্য আরও কত কী!
০৯০৯
তাই কালীপুজোয় প্রতিমার পাশাপাশি এই সব অভিনব ভূত কিনতে হলে চলে যেতে পারেন কালীঘাটের পটুয়াপাড়ায়। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।