Glimpses of boro ma idol immersion at naihati during kali puja 2023 dgtl
Kali Puja 2023
শেষ বেলায় বড়মা! দেখে নিন এক ঝলকে
বড়মার বিসর্জনে আড়ম্বরের ছটা। হাজার হাজার ভক্ত চোখের জলে বিদায় জানাল মা'কে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৩ ১১:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
পুজোর শেষে বাড়ি ফেরার পালা। বিসর্জনের পথে নৈহাটির বড়মা।
০২০৫
সোনার অলংকার ছেড়ে ফুলের সাজে সজ্জিত বড়মা। হাতে চাঁদ মালা।
০৩০৫
বড়মা পুজো মানেই লক্ষ লক্ষ মানুষের সমাগম। এই বছরেও তার অন্যথা হয়নি।
০৪০৫
ভাসানেও সেই একই চিত্র। ভক্তদের ভিড়ে মা ফিরে চললেন স্বর্গে।
০৫০৫
নৈহাটির কালী পুজোর প্রথা নাকি প্রথমে বড়মার বিসর্জন হবে তারপর অন্যান্য ঠাকুরের। এ বারেও তার নড়চড় নেই। সেই মতো বিসর্জনের জন্য সবার আগে ঘাটে পোঁছায় বড়মা। চিরাচরিত রীতি অনুযায়ী হয় বিসর্জন।