মহালয়ার পুণ্য লগ্নে অসুর বিনাশের জন্য ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মিলিত তেজে দেবীর আগমন। চণ্ডীতে দেবী দুর্গাকে দশপ্রহরণধারিণী আখ্যা দেওয়া হয়েছে। দশ প্রহরণধারিণী অর্থাৎ দশ হাতে দশ রকম অস্ত্রে সুসজ্জিত হয়ে অসুর বা অপশক্তির বিনাশ করেন দুর্গা। জন্মলগ্নেই অসুররাজ মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য দেবতারা দেবীকে সাজিয়ে তোলেন নিজ নিজ অস্ত্র দিয়ে। জানেন কি, কীসের প্রতীক এই এক একটি অস্ত্র?