Durga Puja2022: Harokutir's famous durga puja dgtl
Durga Puja 2022
ইতিহাস ও সংস্কৃতিতে মোড়ানো হরকুটীর দুর্গা পুজো!
"হরকুটীর"- এহেন নামকরণের পিছনে রয়েছে এক বিশেষ কারণ।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২২ ১৬:৪৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
হরকুটীর উত্তর কলকাতার অন্যতম এক বনেদি বাড়ি।এ বাড়ির দূর্গা পুজো-ও অন্যতম।ইতিহাস ও সংস্কৃতিতে মোড়ানো এ পরিবারের বর্তমানে ত্রয়োদশ প্রজন্মের পুজো চলছে।
০২১০
"হরকুটীর"- এহেন নামকরণের পিছনে রয়েছে এক বিশেষ কারণ। এ বাড়িতে ১২ মাস ও ৩০ দিন,শিব ও নারায়ণের নিত্য সেবা হয়ে থাকে।
০৩১০
বহু ইতিহাস জড়িত এই পরিবারের সাথে।এ বাড়ির শিব ঠাকুরের প্রতিষ্ঠা করেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংস।
০৪১০
এই পরিবারের সপ্তম প্রজন্মের হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন কালি সাধক ও সৌখিন গায়ক।
০৫১০
ধ্রুপদ সংগীতের উৎপত্তি হয় এ বাড়িতে।বামদেব সহ বহু মানুষের পদধূলি পড়েছে এ বাড়িতে।
০৬১০
হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ৩২ টি ভাষায় দক্ষ ছিলেন।এমনকি যদু ভট্টের সাথে এই পরিবারের ইতিহাস জড়িত।
০৭১০
মা আসেন এ বাড়িতে এক চালায়। এ বাড়ির ঠাকুর স্বপ্নাদেশে পাওয়া।এখানে গণেশ ও কার্তিক শিশু রূপে পূজিত হন।ঠাকুরের এক বিশেষ ধরনের সাজ রয়েছে।সব দেব দেবী এখানে বাহন হীন।প্রতিমার রূপের কোন পরিবর্তন নেই।
০৮১০
এ বাড়ির বাড়ির পুজো ১০ দিনের।প্রতিপদে ঘট বসে ও দশমী পর্যন্ত পুজো হয়।বলি বা কুমারী পূজার প্রচলন নেই।
০৯১০
নয় দিন পুরোপুরি নিরামিষ ভোজন হয় এবং চন্দনী ক্ষীর এক বিশেষ পদ।
১০১০
দশমীতে মা কে পান্তাভাত ও বাসি খাবার খাওয়ানো হয়।মাছ ভাত খাওয়ার পর মা কে বরণ করা হয়। এরপর দুপুরের মধ্যে বাড়ি থেকে মা বিদায় নেন।