Durga Puja2022: Glimpses from the celebration of durga puja carnival 2022 dgtl
Durga Puja 2022
এক ঝলকে বাইশের এর পুজো কার্নিভাল!
শহরের নাম করা পুজোগুলির সঙ্গে সব মিলিয়ে ৯৪টি ক্লাব এই বছর এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। দেখে নিন এক ঝলকে কেমন ছিল কার্নিভাল।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২২ ০১:০৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১২
প্রতি বছরের মতো এবারেও রেড রোডে অনুষ্ঠিত হলো দুর্গা পুজো কার্নিভাল ২০২২। শহরের নাম করা পুজোগুলির সঙ্গে সব মিলিয়ে ৯৪টি ক্লাব এই বছর এই কার্নিভালে অংশগ্রহণ করেছিল। দেখে নিন এক ঝলকে কেমন ছিল এই বারের কার্নিভাল।
০২১২
শুধুমাত্র প্রাপ্ত বয়স্ক ক্লাব সদস্যরাই নয় সঙ্গে ছিল কচিকাঁচার দল।
০৩১২
রং বেরঙের ট্যাবলো সাজিয়ে এই দিন কার্নিভালে পা মেলায় শহরের সেরা পুজো গুলি।
০৪১২
গোধূলি বেলার আলো আঁধারিতেও উজ্জ্বল মাতৃ মূর্তি।
০৫১২
ত্রয়োদশীর সন্ধ্যায় রেড রোডে প্রকাশ পেল দেবী মূর্তির নানা রূপ।
০৬১২
রাত ভর জেগে সেজে উঠেছে শহরের সেরা ক্লাব গুলির ট্যাবলো।
০৭১২
অনুষ্ঠানের মধ্যে এক ঝলকে মর্ত্যের শিব-পার্বতী।
০৮১২
রেড রোডে সাবেকিয়ানার স্পর্শে নৃত্য পরিবেশনায় বাংলার অপরূপারা।
০৯১২
সাবেকি দেবী মূর্তির পাশাপাশি শিল্পীর চোখে দেখা আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা প্রতিমাও ছিল কার্নিভালে।
১০১২
দেবী দুর্গার আরাধনাই যেন নারী শক্তির উদযাপনের সূচক।
১১১২
কার্নিভালের প্রস্তুতি পর্বে নানা রঙে সেজে অপেক্ষারত বিভিন্ন ক্লাবের সদস্য সদস্যারা।
১২১২
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু, অভিনেতা অঙ্কুশ, অভিনেত্রী ঐন্দ্রিলা সহ আরও অনেক বিশিষ্ট্য ব্যক্তিত্বরা।