Durga Puja 2022: Which metro station will lead to which pujo pandals
Durga Puja 2022
কোন ঠাকুর দেখতে গেলে কোন মেট্রো ষ্টেশনে নামবেন? দেখে নিন এক নজরে
ঠাকুর দেখার জন্য শহরের কোন পথে গেলে ভিড় এড়ানো সম্ভব? কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলি? চলুন দেখে নেওয়া যাক!
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৭:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৮
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেবীপক্ষের সূচনা হতে না হতেই উত্সবের আবহে গা ভাসিয়েছে শহরবাসী। ইতিমধ্যেই একাধিক পুজো মণ্ডপেরও উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে পুজোর চারটে দিনের জন্য অপেক্ষা না করে এখন থেকেই পুজো পরিক্রমার পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে বাঙালির। ঠাকুর দেখার জন্য শহরের কোন পথে গেলে ভিড় এড়ানো সম্ভব? কোন মেট্রো রুট ধরলে কাছে পড়বে শহরের বিখ্যাত পুজো মণ্ডপগুলি? চলুন দেখে নেওয়া যাক
০২১৮
বেলগাছিয়া মেট্রো স্টেশন- এই মেট্রো স্টেশন থেকে চলে যেতে পারেন মেট্রো রেলওয়ে আবাসিক সংঘ, টালা পার্ক, নতুন পল্লি প্রদীপ সংঘ, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন, দমদম পার্ক ভারতচক্র, দমদম পার্ক তরুণ দল, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।
০৩১৮
শ্যামবাজার মেট্রো স্টেশনে নামলে দেখে নেওয়া যাবে বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস ইউনিয়ন, জগত্ মুখার্জি পার্কের মতো বিখ্যাত পুজো মণ্ডপগুলি।