খোলা হয় না অলঙ্কার, সোনার নথ পরেই বিসর্জন সাহাবাড়ির প্রতিমার!
উত্তর কলকাতার সাবেক পুজোগুলির মধ্যে সাহা বাড়ি বেশ নামকরা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১৫:০৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
কলকাতার বনেদি বাড়ির পুজো মানেই আভিজাত্য ও রাজকীয়তার মিশেল। উত্তর কলকাতার সাবেক পুজোগুলির মধ্যে সাহা বাড়ি বেশ নামকরা।
০২১০
আনুমানিক ১৭০ বছরের পুরনো এই পুজো। বৌবাজারে ঠাকুর দাস পালিত লেনের পুর্ণচন্দ্র সাহার বাড়ি ‘শ্রী শ্রী দুর্গা ভবন’ নামে পরিচিত। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে।
০৩১০
ডাকের সাজে দেখা যায় এখানকার সিংহবাহিনী মহামায়াকে। প্রতিমাকে এই সাজে সাজিয়ে তোলেন রাষ্ট্রপতি পুরস্কারজয়ী শিল্পী আদিত্য মালাকারের পুত্র প্রবীর মালাকার।
০৪১০
বংশপরম্পরায় মায়ের মূর্তি তৈরি করে আসছেন মৃৎশিল্পী কানাইচন্দ্র লালের উত্তরসূরিরা।