০৭
১০
দ্বিতীয় পুজোয় দেওয়া হয় অন্নভোগ। সঙ্গে পাঁচ ভাজা, পটল বা ফুলকপির কালিয়া, বাঁধাকপি, পোনা মাছের কালিয়া, আমের চাটনি, বাড়িতে তৈরি বোঁদে ও ল্যাংচা।
০৮
১০
এই বনেদি বাড়ির পুজোর এক অন্য রকম বিশেষত্ব রয়েছে। এ বাড়িতে সমস্ত ভোগই পরিবারের পুরুষেরা রান্না করে থাকেন।
০৯
১০
দশমীর বিদায় বেলায় দর্পণ ভাসিয়ে দেবীকে বরণ করার পরে বাড়ির ব্রতী কনকাঞ্জলি গ্রহণ করেন।
১০
১০
মা দুর্গাকে শোনানো হয় প্রার্থনা সঙ্গীত। তার পরে প্রতিমা বিসর্জন দেওয়া হয় জগন্নাথ ঘাটে।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)