০৭
১০
ভোগ দেওয়া হয় লুচি, ফল, মিষ্টি, চাল ও ডাল। অন্ন ভোগের রীতি নেই এ বাড়ির পুজোয়।
০৮
১০
আগে পশু বলি হত। সেই রেওয়াজের বিলুপ্তি ঘটেছে। এখন আখ, ছাঁচি কুমড়ো বলি দেওয়া হয়।
০৯
১০
দশমীতে অপরাজিতা ফুল দিয়ে দেবীশক্তির আরাধনা হয়ে থাকে।
১০
১০
এক সময়ে রানী রাসমণি-সহ তৎকালীন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব আমন্ত্রিত থাকতেন উত্তর কলকাতার অন্যতম বনেদি বাড়ি হিসেবে পরিচিত এই দত্তবাড়ির দুর্গাপুজোয়।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)