Behala Buroshivtala janakalyan sangha tells the story of a young boy through their tjeme of durga puja pandal 2023 dgtl
Behala Buro Shiv tala Janakalyan Sangha
কোন খোকার কাহিনি বলছে এরা?
চলতি বছর ১৪ তম বর্ষে পা দিল বেহালা বুড়োশিবতলা জণকল্যাণ সংঘের পুজো।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:৫৩
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১০৫
চলতি বছর ১৪ তম বর্ষে পা দিল বেহালা বুড়োশিবতলা জণকল্যাণ সংঘের পুজো। জনতার ভিড়েও এই পুজোর আনন্দ কোথাও গিয়ে অমলিন! এই বছরের থিমে তাঁরা শুনিয়েছেন এক খোকার কাহিনি!
০২০৫
কী সেই গল্প? থিম শিল্পী রিন্টু দাসের তুলির টানে দেখা গিয়েছে পুজোর পাঁচ দিন বাবার সঙ্গে এক খোকা সময় কাটায় শহরের অলিগলি পাড়াতেই।
০৩০৫
বাড়ি ছেড়ে আসতে মন না চাইলেও, আসতে হয়, অর্থ রোজগারের তাগিদে। ঢাক বাদক বাবার সঙ্গে সে তালে তালে সঙ্গত দেয় কাসর বাজিয়ে। মা দুর্গার মুখের দিকে চেয়ে তার মনে পড়ে নিজের মায়ের কথাই।
০৪০৫
তার অপেক্ষা জুড়ে থাকে শুধুই বিসর্জন ও বিজয়া। মা দুর্গা কৈলাশে ফিরে গেলেই তারও ছুটি, সে ফিরবে নিজের মায়ের কোলে। সঙ্গে নিয়ে যাবে ডুরে শাড়ি, কাঁচের চুড়ি।
০৫০৫
জগজ্জননীর সুসজ্জিতা রূপের সামনে দাঁড়িয়েও কেবল নিজের মায়ের কথাই মনে আসে তার, সে হাতড়ে বেড়ায় মায়ের আঁচলের স্পর্শ। এই খোকার কাহিনি তুলে ধরেছে বেহালা বুড়শিবতলার পুজো।