Advertisement

Associate Partner

Style Partner

Associate Partner

Weddings Partner

Food Partner

Behala Buro Shiv tala Janakalyan Sangha

কোন খোকার কাহিনি বলছে এরা?

চলতি বছর ১৪ তম বর্ষে পা দিল বেহালা বুড়োশিবতলা জণকল্যাণ সংঘের পুজো।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:৫৩
Share: Save:
০১ ০৫
চলতি বছর ১৪ তম বর্ষে পা দিল বেহালা বুড়োশিবতলা জণকল্যাণ সংঘের পুজো। জনতার ভিড়েও এই পুজোর আনন্দ কোথাও গিয়ে অমলিন! এই বছরের থিমে তাঁরা শুনিয়েছেন এক খোকার কাহিনি!

চলতি বছর ১৪ তম বর্ষে পা দিল বেহালা বুড়োশিবতলা জণকল্যাণ সংঘের পুজো। জনতার ভিড়েও এই পুজোর আনন্দ কোথাও গিয়ে অমলিন! এই বছরের থিমে তাঁরা শুনিয়েছেন এক খোকার কাহিনি!

০২ ০৫
কী সেই গল্প?    থিম শিল্পী রিন্টু দাসের তুলির টানে দেখা গিয়েছে পুজোর পাঁচ দিন বাবার সঙ্গে এক খোকা সময় কাটায় শহরের অলিগলি পাড়াতেই।

কী সেই গল্প? থিম শিল্পী রিন্টু দাসের তুলির টানে দেখা গিয়েছে পুজোর পাঁচ দিন বাবার সঙ্গে এক খোকা সময় কাটায় শহরের অলিগলি পাড়াতেই।

০৩ ০৫
বাড়ি ছেড়ে আসতে মন না চাইলেও, আসতে হয়, অর্থ রোজগারের তাগিদে। ঢাক বাদক বাবার সঙ্গে সে তালে তালে সঙ্গত দেয় কাসর বাজিয়ে। মা দুর্গার মুখের দিকে চেয়ে তার মনে পড়ে নিজের মায়ের কথাই।

বাড়ি ছেড়ে আসতে মন না চাইলেও, আসতে হয়, অর্থ রোজগারের তাগিদে। ঢাক বাদক বাবার সঙ্গে সে তালে তালে সঙ্গত দেয় কাসর বাজিয়ে। মা দুর্গার মুখের দিকে চেয়ে তার মনে পড়ে নিজের মায়ের কথাই।

০৪ ০৫
তার অপেক্ষা জুড়ে থাকে শুধুই বিসর্জন ও বিজয়া। মা দুর্গা কৈলাশে ফিরে গেলেই তারও ছুটি, সে ফিরবে নিজের মায়ের কোলে। সঙ্গে নিয়ে যাবে ডুরে শাড়ি, কাঁচের চুড়ি।

তার অপেক্ষা জুড়ে থাকে শুধুই বিসর্জন ও বিজয়া। মা দুর্গা কৈলাশে ফিরে গেলেই তারও ছুটি, সে ফিরবে নিজের মায়ের কোলে। সঙ্গে নিয়ে যাবে ডুরে শাড়ি, কাঁচের চুড়ি।

০৫ ০৫
জগজ্জননীর সুসজ্জিতা রূপের সামনে দাঁড়িয়েও কেবল নিজের মায়ের কথাই মনে আসে তার, সে হাতড়ে বেড়ায় মায়ের আঁচলের স্পর্শ।    এই খোকার কাহিনি তুলে ধরেছে বেহালা বুড়শিবতলার পুজো।

জগজ্জননীর সুসজ্জিতা রূপের সামনে দাঁড়িয়েও কেবল নিজের মায়ের কথাই মনে আসে তার, সে হাতড়ে বেড়ায় মায়ের আঁচলের স্পর্শ। এই খোকার কাহিনি তুলে ধরেছে বেহালা বুড়শিবতলার পুজো।

Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy