ফিরে এল পুজো। ফিরে এল প্যান্ডেল, কুমোরটুলির রিলে ভরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, কাশ, নীল আকাশ, বাজল তোমার আলোর বেণু, অষ্টমীর ভোগের মেনু, শপিং অনলাইনে, ভিড় ঠাকুর দেখার লাইনে।

প্রতি বছরের মতো ফিরে এল Cadbury Celebrations নিবেদিত আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীনও।

তবে এ বছর সেরার এই খোঁজ বেড়েছে আয়োজনে, আয়তনে। জহুরির চোখ, ক্যামেরা অন, তিন রাত ধরে শহর জুড়ে পাড়ায় পাড়ায় সেরার অন্বেষণ, অ্যাকশন। ষষ্ঠীর সকালে প্রথমে সেরা বারো, তারপর আনন্দ আরও, জেগে ষষ্ঠীর রাত, যদি প্রতিপক্ষ কাত আর সেরা হওয়ার বাজিমাত!

মোদ্দা কথা, উৎসবের সৃজনে গা ভাসিয়ে সৃজনের এই বিশ্বজনীন উৎসবে সেরা সর্বজনীন না হলে পুজোর আনন্দই মাটি।

  • Award Icon
    সেরা পুজো (৫টি)
    ২৫,০০০/-
  • Award Icon
    সেরা প্রতিমা (১টি)
    ১৫,০০০/-
  • Award Icon
    সেরা আলোকসজ্জা (১টি)
    ১৫,০০০/-
  • Award Icon
    সেরা আবহ (১টি)
    ১৫,০০০/-
সেরা পুজো (৫টি)
  • A. K. Block Association 2024

    একে ব্লক অ্যাসোসিয়েশন

  • Pratapaditya Road Tricone Park Barowari Durga Puja Committee. 2024

    প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্ক

  • Alipore Sarbojonin

    আলিপুর সর্বজনীন

  • Ahiritola Sarbojanin 2024

    আহিরীটোলা সর্বজনীন

  • SB Park Sarbojonin

    এস বি পার্ক সর্বজনীন

  • সেরা প্রতিমা (১টি)
    Hatibagan Sarbojonin

    হাতিবাগান সর্বজনীন

  • সেরা আলোকসজ্জা (১টি)
    PURBACHAL SAKTI SANGHA 2024

    পূর্বাচল শক্তি সংঘ

  • সেরা আবহ (১টি)
    Behala Club

    বেহালা ক্লাব

নিয়মাবলি
  1. শুধুমাত্র কলকাতা, সল্টলেক এবং নিউ টাউনের পুজোগুলিই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
  2. ভৌগোলিক অবস্থানগত কারণে আনন্দবাজার অনলাইন যে কোনও পুজোকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখতে পারে, সেক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত।
  3. পুলিশ, দমকল ও বিদ্যুৎ দফতরের সমস্ত নিয়ম মেনে পুজোর আয়োজন করতে হবে।
  4. প্রতিমাশৈলী, মণ্ডপ-ভাবনা, আলোকসজ্জা, আবহ সঙ্গীত এবং সার্বিক রুচিশীলতার ভিত্তিতেই সেরা পুজো নির্বাচন করা হবে।
  5. প্রাথমিক এবং সেরা পুজোর বাছাই, উভয় পর্বেই বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 
  6. প্রতিযোগিতার উদ্যোক্তা, প্রতিনিধি ও বিচারকমণ্ডলী, যে কোনও সময় মণ্ডপ পরিদর্শনে যেতে পারেন। তাঁদের সঙ্গে সহযোগিতা কাম্য।
  7. রেজিস্ট্রেশন ফর্মটি ইংরেজি ভাষাতেই পূরণ করতে হবে।
  8. রেজিস্ট্রেশন ফর্ম জমা দেওয়ার অর্থ পুজো কমিটি প্রতিযোগিতার শর্তাবলির সঙ্গে সম্মত।
  9. ফর্ম জমা দেওয়ার পরে যদি কোনও তথ্যগত ভুল থাকে এবং পুজো কমিটি যদি তা সংশোধন করতে চান তা হলে বিষয়টি pujo@abpdigital.in মেল আইডিতে মেল করে জানাতে হবে।
  10. Cadbury Celebrations নিবেদিত আনন্দবাজার অনলাইন সেরা সর্বজনীন ২০২৪-এ যোগদানের শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, ২০২৪