ঘূর্ণিঝড়ের জেরে ঝড়বৃষ্টির দাপটে এই মুহূর্তে বহু মানুষই ঘরবন্দি। এ দিকে, দেখতে দেখতে এগিয়ে আসছে কালীপুজোও। আরও এক বার জম্পেশ খাওয়াদাওয়ার পালা বন্ধুবান্ধব, আত্মীয়-পরিজন মিলে। দীপাবলির উদযাপনে ঘর সাজিয়ে, আতশবাজির উৎসবে যখন মেতে থাকে মানুষ, হেঁশেলও ভরে থাকে নানা ধরনের আমিষ পদে। মাছে ভাতে বাঙালির কালীপুজোয় জায়গা করে নেয় মাংস। নিরামিষ থেকে আমিষ, বাঙালির খাদ্য তালিকায় কষা মাংসের কোনও বিকল্প নেই। যুগ যুগ ধরে লুচি হোক বা ভাত, বাঙালির মনে এই পদের পাকাপাকি বসত।