১. শা ফালে বা শাবালে: এটি সিকিমের একটি জনপ্রিয় খাবার। সাধারণত পাউরুটি দিয়ে তৈরি হয়। মাঝের অংশে মাংস বা বাঁধাকপির পুর ভরা থাকে। তারপর সেই পুর ভরা পাঁউরুটিকে গোল ও অর্ধচন্দ্রাকার আকারে কেটে প্যানে ভাজা হয়। কখনও কড়াইয়ে ডুবো তেলেও ভেজে রান্না করা হয়। সাধারণত চাটনি অথবা ভাজা বার্লি এবং চিজের সঙ্গে খেতে দেওয়া হয়। এটি সিকিমের খাবার হলেও উত্তর বাংলাতেও পাওয়া যায়।