Advertisement
Top Ice cream Parlours in Kolkata

ঠাকুর দেখতে বেরিয়ে আইসক্রিম না খেলে চলে? বাড়িতে আড্ডা হোক বা প্যান্ডেলে টইটই, কী কী আইসক্রিম থাকতে পারে পছন্দের তালিকায়?

আইসক্রিম ভালবাসে না, এমন মানুষের সংখ্যা এমনিতেই খুব কম। শারদীয়ার মরসুমে ঠাকুর দেখতে বেরিয়ে আট থেকে আশি, প্রায় সকলেরই প্রিয় এই হিমেল সুস্বাদ। আইসক্রিমের লোভে জিভে জল এলে কোথায় যাবেন, জেনে নিন তার ঠিকানা।

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৪ ১০:২৯
Share: Save:
০১ ১২
রলিক আইসক্রিম: পার্ক স্ট্রিটের এই আইসক্রিম পার্লারে গেলেই পাবেন নলেন গুড়ের আইসক্রিম, ফেরেরো রশর আইসক্রিম, আম ও শাহি রাবড়ির আইসক্রিমের মতো হরেক স্বাদের বাহার।

রলিক আইসক্রিম: পার্ক স্ট্রিটের এই আইসক্রিম পার্লারে গেলেই পাবেন নলেন গুড়ের আইসক্রিম, ফেরেরো রশর আইসক্রিম, আম ও শাহি রাবড়ির আইসক্রিমের মতো হরেক স্বাদের বাহার।

০২ ১২
গ্রামীণ  কুলফি: উত্তর কলকাতায় ঠাকুর দেখার ফাঁকে ঢুঁ মারতে পারেন হাতিবাগানের ‘গ্রামীণ কুলফি’তে। দেখাই যাক আপনার পছন্দের তালিকায় কত উপরে নাম লেখায় এই দোকান!

গ্রামীণ কুলফি: উত্তর কলকাতায় ঠাকুর দেখার ফাঁকে ঢুঁ মারতে পারেন হাতিবাগানের ‘গ্রামীণ কুলফি’তে। দেখাই যাক আপনার পছন্দের তালিকায় কত উপরে নাম লেখায় এই দোকান!

০৩ ১২
বাস্কিন রবিন্স : ভিনদেশি আইসক্রিম যাঁদের টানে, তাঁদের অন্যতম পছন্দের ব্র্যান্ড এটি। সারা কলকাতা জুড়ে অসংখ্য দোকান রয়েছে এদের। সল্টলেক, বালিগঞ্জ, সন্তোষপুর, হাইল্যান্ড পার্ক, শেক্সপিয়ার সরণি-সহ একাধিক আউটলেট রয়েছে বিভিন্ন বড় পুজোর কাছাকাছি।

বাস্কিন রবিন্স : ভিনদেশি আইসক্রিম যাঁদের টানে, তাঁদের অন্যতম পছন্দের ব্র্যান্ড এটি। সারা কলকাতা জুড়ে অসংখ্য দোকান রয়েছে এদের। সল্টলেক, বালিগঞ্জ, সন্তোষপুর, হাইল্যান্ড পার্ক, শেক্সপিয়ার সরণি-সহ একাধিক আউটলেট রয়েছে বিভিন্ন বড় পুজোর কাছাকাছি।

০৪ ১২
পাবরাই’জ় ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল আইসক্রিম: দক্ষিণে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে যেতে পারেন বালিগঞ্জের এই আইসক্রিম পার্লারে। পেয়ে যাবেন সীতাফল, নারকেল, গন্ধরাজ লেবু, নলেন গুড় এবং সাউথ ইন্ডিয়ান কফির স্বাদে আইসক্রিমের সম্ভার।

পাবরাই’জ় ফ্রেশ অ্যান্ড ন্যাচারাল আইসক্রিম: দক্ষিণে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে যেতে পারেন বালিগঞ্জের এই আইসক্রিম পার্লারে। পেয়ে যাবেন সীতাফল, নারকেল, গন্ধরাজ লেবু, নলেন গুড় এবং সাউথ ইন্ডিয়ান কফির স্বাদে আইসক্রিমের সম্ভার।

০৫ ১২
বার্মা বার্মা: এদের অ্যাভোকাডো অ্যান্ড হানি আইসক্রিম, ডার্ক চকোলেট, ফ্রুট আইসক্রিম, পাইন্যাপল আইসক্রিমের মত দারুণ সব সুস্বাদ হয়ে উঠতে পারে আপনার ক্লান্তি দূর করার দারুণ উপায়!

বার্মা বার্মা: এদের অ্যাভোকাডো অ্যান্ড হানি আইসক্রিম, ডার্ক চকোলেট, ফ্রুট আইসক্রিম, পাইন্যাপল আইসক্রিমের মত দারুণ সব সুস্বাদ হয়ে উঠতে পারে আপনার ক্লান্তি দূর করার দারুণ উপায়!

০৬ ১২
ন্যাচারাল আইসক্রিম: সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি এই ন্যাচারাল আইসক্রিম ক্লান্ত শরীরে আরাম দেবে।

ন্যাচারাল আইসক্রিম: সম্পূর্ণ ঘরোয়া উপায়ে তৈরি এই ন্যাচারাল আইসক্রিম ক্লান্ত শরীরে আরাম দেবে।

০৭ ১২
মাম্মা মিয়া: বিদেশি এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা ভারতবর্ষ খুব জনপ্রিয় হয়েছে। তাদের সম্ভারে ব্লুবেরি চিজ কেক, বেলজিয়াম ডার্ক চকোলেটের মতো সুস্বাদ অনেকেরই খুব পছন্দের।

মাম্মা মিয়া: বিদেশি এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা ভারতবর্ষ খুব জনপ্রিয় হয়েছে। তাদের সম্ভারে ব্লুবেরি চিজ কেক, বেলজিয়াম ডার্ক চকোলেটের মতো সুস্বাদ অনেকেরই খুব পছন্দের।

০৮ ১২
কেভেন্টার্স: আলফানসো ম্যাঙ্গো, ব্লুবেরি চিজ কেক, বেলজিয়াম চকোলেট, চকোলেট হেজেল নাটের মতো রকমারি স্বাদে-গন্ধে ভরপুর আইসক্রিম তৈরি করে কেভেন্টার্স।

কেভেন্টার্স: আলফানসো ম্যাঙ্গো, ব্লুবেরি চিজ কেক, বেলজিয়াম চকোলেট, চকোলেট হেজেল নাটের মতো রকমারি স্বাদে-গন্ধে ভরপুর আইসক্রিম তৈরি করে কেভেন্টার্স।

০৯ ১২
দ্য বেলজিয়ান ওয়াফেল কোম্পানি:  ওয়াফেল আইসক্রিম এবং প্যানকেক উইথ আইসক্রিম জন্য বিখ্যাত এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা।

দ্য বেলজিয়ান ওয়াফেল কোম্পানি: ওয়াফেল আইসক্রিম এবং প্যানকেক উইথ আইসক্রিম জন্য বিখ্যাত এই আইসক্রিম প্রস্তুতকারক সংস্থা।

১০ ১২
দা ফ্যাট লিটল পেঙ্গুইন: বালিগঞ্জের এই আইসক্রিম পার্লারটি বিভিন্ন শরবতের সঙ্গে আইসক্রিমও পরিবেশন করে। ঘরে তৈরি আইসক্রিমের মতো বিভিন্ন ফলের স্বাদে-গন্ধে ভরপুর। যাঁরা ভিগান, তাঁরাও অনায়াসে এই আইসক্রিম খেতে পারবেন। কারণ দুধের বিকল্প ব্যবহার হয় এদের আইসক্রিমে।

দা ফ্যাট লিটল পেঙ্গুইন: বালিগঞ্জের এই আইসক্রিম পার্লারটি বিভিন্ন শরবতের সঙ্গে আইসক্রিমও পরিবেশন করে। ঘরে তৈরি আইসক্রিমের মতো বিভিন্ন ফলের স্বাদে-গন্ধে ভরপুর। যাঁরা ভিগান, তাঁরাও অনায়াসে এই আইসক্রিম খেতে পারবেন। কারণ দুধের বিকল্প ব্যবহার হয় এদের আইসক্রিমে।

১১ ১২
আমুল আইসক্রিম: এ শহরের আর এক পছন্দসই ব্র্যান্ড। বিধান সরণি, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ মার্কেট, যাদবপুর, সন্তোষপুর, গড়িয়া, বাঘাযতীন, গড়িয়াহাট–  সব জায়গাতেই তাদের দোকান রয়েছে। আর রয়েছে নানা স্বাদের আইসক্রিমের সম্ভার।

আমুল আইসক্রিম: এ শহরের আর এক পছন্দসই ব্র্যান্ড। বিধান সরণি, বেন্টিঙ্ক স্ট্রিট, নিউ মার্কেট, যাদবপুর, সন্তোষপুর, গড়িয়া, বাঘাযতীন, গড়িয়াহাট– সব জায়গাতেই তাদের দোকান রয়েছে। আর রয়েছে নানা স্বাদের আইসক্রিমের সম্ভার।

১২ ১২
ভাদিলাল আইসক্রিম:  ব্লু বেরি, স্ট্রবেরি, বিস্কুট,  কুলফি, ফল– সব ধরনের স্বাদের আইসক্রিম পাওয়া যায় এই ব্র্যান্ডের ভাঁড়ারে।

ভাদিলাল আইসক্রিম: ব্লু বেরি, স্ট্রবেরি, বিস্কুট, কুলফি, ফল– সব ধরনের স্বাদের আইসক্রিম পাওয়া যায় এই ব্র্যান্ডের ভাঁড়ারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy