এই স্যান্ডউইচ বানাতে লাগবে মিষ্টি পাউরুটি, পছন্দমতো কিছু ফলের টুকরো, পিনাট বাটার আর জেলি।
০৫০৯
জাপানের এই বিশেষ খাবারটি বানানোর জন্য শোকুপান নামের এক ধরনের পাউরুটি ব্যবহার করা হয়। হালকা মিষ্টি, মিল্ক ব্রেড এটি।
০৬০৯
সেই পাউরুটি এখানে না পেলেও মিষ্টি পাউরুটি দিয়ে দিব্যি কাজ চালিয়ে নিতে পারেন। জাপানে এই স্যান্ডউইচ তৈরির ক্ষেত্রে স্ট্রবেরি, কমলালেবু, আমের মতো ফল ব্যবহার করা হয়।
০৭০৯
আপনিও পছন্দের যে কোনও ফলই দিতে পারেন। তবে মনে রাখবেন, মিষ্টি ফল ব্যবহার করলেই স্বাদ ভাল ভাবে খুলবে।
০৮০৯
ফলের টুকরো, পিনাট বাটার আর জেলি মিশিয়ে সেগুলি পাউরুটির দুই টুকরোর মাঝে রেখে কিছুটা ক্রিম দিয়ে দিতে পারেন।
০৯০৯
শেষে টক-ঝাল-মিষ্টি আচার সহযোগে খেতে পারেন এই স্যান্ডউইচ। পুজোর সকালের পেটভরা খাবার। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।