Durga Puja2022: Top ten tea joints of Kolkata dgtl
Durga Puja 2022
আড্ডা থেকে তর্ক, পুজোর কলকাতায় জমে যাক চায়ের ঠেক
পুজোর সময় মনের মতো চা পাচ্ছেন না? ঘুরে আসুন এই দোকানগুলি থেকে।
আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
কলকাতা মানেই চায়ের আড্ডা। পুজোর আমেজ মেখে রাস্তায় দাঁড়িয়ে ভাঁড়ে ধোঁয়া ওঠা চায়ে চুমুক — মজাই আলাদা! তবে সঙ্গে চা টাও তো ভাল হতে হবে! এই প্রতিবেদনে রইল কলকাতার কিছু বিখ্যাত চায়ের দোকানের হদিশ।
০২১১
অরুণ টি স্টল: কেশরি চা পছন্দ করেন? তা হলে এই দোকানে এক বার যেতেই পারেন। কম দামে কলকাতার অন্যতম সেরা কেশরি চায়ের ঠিকানা। সঙ্গে খেতে পারেন খাস্তা কচুরি ও তরকারি।
ঠিকানা – ২৫/১ শেক্সপিয়ার সরণি, থিয়েটার রোড, কলকাতা – ৭০০০১৭
০৩১১
ডলি’স - দ্য টি শপ: ভারতের প্রথম চা পরীক্ষক ডলি রায়ের হাতে তৈরি এই দোকান। এখানে পাবেন দার্জিলিং, অসম, উত্তরাঞ্চল ও নীলগিরি থেকে আসা বিভিন্ন ধরনের চা। এ ছাড়াও মিলবে নানা স্বাদের আইস টি।
দ্য বক্স: এই দোকানে পেয়ে যেতে পারেন আপনার মনের মতো সাইজের ভাঁড়ে চা। গরমাগরম চায়ে চুমুক। আর ঘাসের উপর বসে বন্ধুদের সঙ্গে জমজমাট আড্ডা! আর কী চাই?
ঠিকানা – ১/এ, সেক্টর বি, মেট্রোপলিটান সি এইচ এস, কলকাতা
০৫১১
রাসেল পঞ্জাবি ধাবা: এই দোকানের মশলা চা সারা কলকাতায় বিখ্যাত। এ ছাড়াও খেয়ে দেখতে পারেন এদের স্পেশাল কফি।
ঠিকানা – ৪১, চৌরঙ্গী রোড, কলকাতা
০৬১১
শ্যামল’স টি স্টল: দিনভরের ব্যস্ততা পেরিয়ে যাদবপুরে শ্যামলদার দোকানের এক কাপ চা কিন্তু কামাল করে দিতে পারে। পুজোয় ঠাকুর দেখতে দেখতে এক বার ঘুরে আসতেই পারেন এই দোকান থেকে।
ঠিকানা – ১৮৮ রাজা এস সি মল্লিক রোড, যাদবপুর ইউনিভার্সিটি গেট নং ৪, কলকাতা
০৭১১
তৃপ্তি টি স্টল: রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ৬ নং গেট দিয়ে বেরোলেই সামনে দেখতে পাবেন এই দোকান। এখানে আপনি পাবেন চকোলেট চা, মালাই চা, তুলসি চা, কেশর চায়ের মতো বিভিন্ন স্বাদের চা।
ঠিকানা – ৩৫ বি, শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, কলকাতা
০৮১১
ইউলি টি লঞ্জ: সবুজে ঘেরা পরিবেশে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আপনিও যদি সেই আনন্দ উপভোগ করতে চান তা হলে যেতে হবে ইউলি টি লঞ্জে। এখানে গেলে অবশ্যই খেয়ে দেখুন রাজগড় স্ট্রবেরি টি ও দার্জিলিং জেসমিন টি।
০৯১১
টি জংশন: সুন্দর পরিবেশ ও স্বাস্থ্যকর ব্যবস্থাপনার জন্য অনেকেই এই দোকানটি বেশ পছন্দ করেন। এখানকার মশালা চা ও কেশরি চা বেশ বিখ্যাত। বর্তমানে কলকাতায় এদের মোট ৩১টি দোকান রয়েছে।
ঠিকানা – ৭১, পার্ক প্লাজা, পার্ক স্ট্রিট, কলকাতা
১০১১
চা ও নচিকেতা: দোকানটি নচিকেতার পোস্টার দিয়ে সাজানো। আপনি যদি গায়কের ভক্ত হন, তাহলে এক বার ঘুরে আসতেই পারেন এই দোকান থেকে। মাটির ভাঁড়ে চা, সঙ্গে নচিকেতার গান। জমে যেতে পারে পুজোর মেজাজ।
১১১১
শর্মা টি: এই দোকানটি বালিগঞ্জে চা প্রেমীদের পছন্দের ঠিকানা। সারা রাত ঠাকুর দেখে ফেরার সময় হোক, বা সারা দিন ঘোরাঘুরি করে ক্লান্তি কাটানো। এদের দোকানের এক কাপ চায়েই আপনি চাঙ্গা!