Advertisement
Rooftop Cafe in Kolkata

প্রিয়জনের হাতে হাত, সঙ্গে ভালমন্দ খাবার, পুজোয় রুফটপ ক্যাফেতে হোক ভালবাসার গল্প

ডেট হোক বা আড্ডা, এই পুজোয় এক ফাঁকে চলে যেতে পারেন কলকাতা শহরের এই রুফটপ ক্যাফেগুলিতে।

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৫:২০
Share: Save:
০১ ০৯
পুজোর সময় প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর সময় কাটাতে চান? সাক্ষী থাকুক কলকাতা শহরের দিগন্তরেখা। সঙ্গে কফির কাপ অথবা অন্য কোনও পদ।

পুজোর সময় প্রিয় মানুষটিকে নিয়ে সুন্দর সময় কাটাতে চান? সাক্ষী থাকুক কলকাতা শহরের দিগন্তরেখা। সঙ্গে কফির কাপ অথবা অন্য কোনও পদ।

লেভেল সেভেন, ছবি সৌজন্যে গুগল

০২ ০৯
বেশি দূরে নয়, খাস কলকাতার বুকেই রয়েছে বেশ কয়েকটি রুফটপ ক্যাফে। রোম্যান্টিক ডেট থেকে বন্ধুদের আড্ডা, সবের জন্যই উপযুক্ত। চলুন দেখে নিই কোন কোন ক্যাফে রয়েছে এই তালিকায়।

বেশি দূরে নয়, খাস কলকাতার বুকেই রয়েছে বেশ কয়েকটি রুফটপ ক্যাফে। রোম্যান্টিক ডেট থেকে বন্ধুদের আড্ডা, সবের জন্যই উপযুক্ত। চলুন দেখে নিই কোন কোন ক্যাফে রয়েছে এই তালিকায়।

ওজরা, সৌজন্য গুগল

০৩ ০৯
ওলটেরা, পার্ক স্ট্রিট স্টিফেন কোর্ট বিল্ডিং –এ এই আধুনিক ভারতীয় খাবারের রেস্তরাঁ। সাজসজ্জায় প্রাচীন গ্রিসের ছোঁয়া, খাবার-পানীয় এবং সর্বোপরি এই রেস্তরাঁর দুর্দান্ত পরিবেশ আপনার পছন্দের তালিকায় জায়গা করে নিতেই পারে।   ঠিকানা – ১, স্যার উইলিয়াম জোন্স সরণি, পার্ক স্ট্রিট, কলকাতা ৭০০০৭১

ওলটেরা, পার্ক স্ট্রিট স্টিফেন কোর্ট বিল্ডিং –এ এই আধুনিক ভারতীয় খাবারের রেস্তরাঁ। সাজসজ্জায় প্রাচীন গ্রিসের ছোঁয়া, খাবার-পানীয় এবং সর্বোপরি এই রেস্তরাঁর দুর্দান্ত পরিবেশ আপনার পছন্দের তালিকায় জায়গা করে নিতেই পারে। ঠিকানা – ১, স্যার উইলিয়াম জোন্স সরণি, পার্ক স্ট্রিট, কলকাতা ৭০০০৭১

ওলটেরা, পার্ক স্ট্রিট , ছবি সৌজন্য গুগল

০৪ ০৯
পোলো ফ্লোটেল, কলকাতা জেটি স্ট্র্যান্ড রোড হুগলি নদীর তীরে ভাসমান হোটেল। ঘরগুলিতে স্যাটেলাইট টিভি এবং ছোট বার রয়েছে। ২৪ ঘণ্টা রেস্তরাঁ এবং লাউঞ্জ এটি। পরিবেশবান্ধব এই হোটেলটিতে একটি ফিটনেস সেন্টারও রয়েছে।  ঠিকানা – ৯, জেটি, ১০, স্ট্র্যান্ড রোড, বিবাদি বাগ, কলকাতা ৭০০০০১

পোলো ফ্লোটেল, কলকাতা জেটি স্ট্র্যান্ড রোড হুগলি নদীর তীরে ভাসমান হোটেল। ঘরগুলিতে স্যাটেলাইট টিভি এবং ছোট বার রয়েছে। ২৪ ঘণ্টা রেস্তরাঁ এবং লাউঞ্জ এটি। পরিবেশবান্ধব এই হোটেলটিতে একটি ফিটনেস সেন্টারও রয়েছে। ঠিকানা – ৯, জেটি, ১০, স্ট্র্যান্ড রোড, বিবাদি বাগ, কলকাতা ৭০০০০১

পোলো ফ্লোটেল, ছবি সৌজন্য গুগল

০৫ ০৯
ক্র্যাফট কফি, বালিগঞ্জ	 সাদা এবং উজ্জ্বল হলুদ আলোর ছায়া একটি অন্য মাত্রা দিয়েছে এই ক্যাফেকে। এখানে একটি কফি রোস্টিং জোন রয়েছে, সঙ্গে লাইভ বেকারি। কফি, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা, সি ফুড, ডেজার্ট ইত্যাদি পাওয়া যায় এখানে।  এই ক্যাফের একটি অন্যতম দিক হল এটি পোষ্য বান্ধব। প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়েও দিব্যি যেতে পারেন এখানে। ঠিকানা – ২৬, বালিগঞ্জ পার্ক রোড, কলকাতা ৭০০০১৯

ক্র্যাফট কফি, বালিগঞ্জ সাদা এবং উজ্জ্বল হলুদ আলোর ছায়া একটি অন্য মাত্রা দিয়েছে এই ক্যাফেকে। এখানে একটি কফি রোস্টিং জোন রয়েছে, সঙ্গে লাইভ বেকারি। কফি, স্যান্ডউইচ, বার্গার, পিৎজা, পাস্তা, সি ফুড, ডেজার্ট ইত্যাদি পাওয়া যায় এখানে। এই ক্যাফের একটি অন্যতম দিক হল এটি পোষ্য বান্ধব। প্রিয় পোষ্যকে সঙ্গে নিয়েও দিব্যি যেতে পারেন এখানে। ঠিকানা – ২৬, বালিগঞ্জ পার্ক রোড, কলকাতা ৭০০০১৯

ক্র্যাফট কফি, ছবি সৌজন্য গুগল

০৬ ০৯
পিপিটি, সল্টলেক সেক্টর ফাইভ মুলত এশিয়ান, ইতালিয়ান, কন্টিনেন্টাল, সুশি, নর্থ ইন্ডিয়ান, বেভারেজ, সেজুয়ান পদ পাওয়া যায় এখানে। ওয়াটার মেলন ড্রিঙ্ক, চিজ কর্ন বলস, পাইনঅ্যাপল মকটেল, পেরি পেরি চিকেন, রিসোতো, শিশা এখানের বিখ্যাত কয়েকটি খাবার।  ঠিকানা – প্লট ই ২/৩, ফ্লোর ৯, স্টেসালিট টাওয়ার, ব্লক ইপি এন্ড জিপি, ওয়েবেল ভবন, সেক্টর ফাইভ, কলকাতা  ৭০০০৯১

পিপিটি, সল্টলেক সেক্টর ফাইভ মুলত এশিয়ান, ইতালিয়ান, কন্টিনেন্টাল, সুশি, নর্থ ইন্ডিয়ান, বেভারেজ, সেজুয়ান পদ পাওয়া যায় এখানে। ওয়াটার মেলন ড্রিঙ্ক, চিজ কর্ন বলস, পাইনঅ্যাপল মকটেল, পেরি পেরি চিকেন, রিসোতো, শিশা এখানের বিখ্যাত কয়েকটি খাবার। ঠিকানা – প্লট ই ২/৩, ফ্লোর ৯, স্টেসালিট টাওয়ার, ব্লক ইপি এন্ড জিপি, ওয়েবেল ভবন, সেক্টর ফাইভ, কলকাতা ৭০০০৯১

পিপিটি, ছবি সৌজন্য গুগল

০৭ ০৯
রঁদেভু, অল্ট এয়ার আধুনিক ফরাসি ক্যাফেতে অরোভিলের বোহো স্পিরিট মন কাড়বে। স্বাভাবিক ভাবেই পদগুলোয় ফরাসি রান্নার ছোঁয়া। কোকো বিন্স, কোকো নিব্স, ডার্ক চকোলেট, পাস্তা ইত্যাদি সরাসরি অরোভিল থেকে আমদানি করা হয়।  ঠিকানা – ইএম ৪, ইএম ব্লক, সেক্টর ফাইভ, সল্ট লেক সিটি, কলকাতা ৭০০০৯১

রঁদেভু, অল্ট এয়ার আধুনিক ফরাসি ক্যাফেতে অরোভিলের বোহো স্পিরিট মন কাড়বে। স্বাভাবিক ভাবেই পদগুলোয় ফরাসি রান্নার ছোঁয়া। কোকো বিন্স, কোকো নিব্স, ডার্ক চকোলেট, পাস্তা ইত্যাদি সরাসরি অরোভিল থেকে আমদানি করা হয়। ঠিকানা – ইএম ৪, ইএম ব্লক, সেক্টর ফাইভ, সল্ট লেক সিটি, কলকাতা ৭০০০৯১

রঁদেভু, ছবি সৌজন্য গুগল

০৮ ০৯
এলএমএনওকিউ, পার্ক স্ট্রিট এই রুফটপ লাউঞ্জ বারের অন্যতম আকর্ষণ এর পরিবেশ। মেক্সিকান, ইতালিয়, নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার পাওয়া যায় এখানে। রেস্তরাঁয় ডেজার্টের স্বাদও বেশ। রুফটপে বসে প্রাণভরে উপভোগ করুন কলকাতা স্কাইলাইনের মোহময়ী রূপ।  ঠিকানা – লেভেল ১২, সেলিসা পার্ক, ২৪, পার্ক স্ট্রিট, কলকাতা ৭০০০১৬

এলএমএনওকিউ, পার্ক স্ট্রিট এই রুফটপ লাউঞ্জ বারের অন্যতম আকর্ষণ এর পরিবেশ। মেক্সিকান, ইতালিয়, নর্থ ইন্ডিয়ান এবং চাইনিজ খাবার পাওয়া যায় এখানে। রেস্তরাঁয় ডেজার্টের স্বাদও বেশ। রুফটপে বসে প্রাণভরে উপভোগ করুন কলকাতা স্কাইলাইনের মোহময়ী রূপ। ঠিকানা – লেভেল ১২, সেলিসা পার্ক, ২৪, পার্ক স্ট্রিট, কলকাতা ৭০০০১৬

এলএমএনওকিউ, ছবি সৌজন্য গুগল

০৯ ০৯
এই পুজোয় তা হলে কী প্ল্যান? রুফটপ ক্যাফেতে মজলিস জমবে না কি?

এই পুজোয় তা হলে কী প্ল্যান? রুফটপ ক্যাফেতে মজলিস জমবে না কি?

স্কাইডাইন , ছবি সৌজন্য গুগল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy