Advertisement
Durga Puja 2022

দক্ষিণ কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়েছেন? রোল থেকে চাউমিনে ভরসা হোক এই দোকানগুলিই !

ভাল খাবার কোথায় কোথায় পাবেন, তাই নিয়ে ভাবনা? দক্ষিণ কলকাতার সেরা স্ট্রিট ফুড গন্তব্যগুলির সন্ধান দিলেন অভিজিৎ বিশাস

আনন্দ উৎসব ডেস্ক
শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২২ ১৫:১৪
Share: Save:
০১ ১২
দেদার খাওয়াদাওয়া ছাড়া ঠাকুর দেখা কবেই বা জমেছে? পুজোয় এক এক দিন এক এক দিকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান? ভাল খাবার কোথায় কোথায় পাবেন, তাই নিয়ে ভাবনা?  দক্ষিণ কলকাতার সেরা স্ট্রিট ফুড গন্তব্যগুলির সন্ধান দিলেন অভিজিৎ বিশাস। ঢুঁ মেরে দেখতেই পারেন!

দেদার খাওয়াদাওয়া ছাড়া ঠাকুর দেখা কবেই বা জমেছে? পুজোয় এক এক দিন এক এক দিকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান? ভাল খাবার কোথায় কোথায় পাবেন, তাই নিয়ে ভাবনা? দক্ষিণ কলকাতার সেরা স্ট্রিট ফুড গন্তব্যগুলির সন্ধান দিলেন অভিজিৎ বিশাস। ঢুঁ মেরে দেখতেই পারেন!

০২ ১২
শঙ্কর কেবিন (গোলপার্ক)-  ধরা যাক, গড়িয়াহাট ও গোলপার্ক অঞ্চলে ঠাকুর দেখতে গিয়ে আপনি খিদেয় অস্থির। যদি চান ফিশ বাটার ফ্রাই, চিকেন গোলক্যুইন, চিকেন স্প্রিং রোল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, চিকেন পকোড়া, এগ চপ, মটন চপে জমিয়ে পেটপুজো, টুক করে চলে যেতে পারেন শঙ্কর কেবিনে!দাম- ১০০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা

শঙ্কর কেবিন (গোলপার্ক)- ধরা যাক, গড়িয়াহাট ও গোলপার্ক অঞ্চলে ঠাকুর দেখতে গিয়ে আপনি খিদেয় অস্থির। যদি চান ফিশ বাটার ফ্রাই, চিকেন গোলক্যুইন, চিকেন স্প্রিং রোল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, চিকেন পকোড়া, এগ চপ, মটন চপে জমিয়ে পেটপুজো, টুক করে চলে যেতে পারেন শঙ্কর কেবিনে!দাম- ১০০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা

০৩ ১২
অশোক ভেলপুরি (ঢাকুরিয়া)-  ভেলপুরি বা চাট ছাড়া ঠাকুর দেখা অসম্পূর্ণ! ভাল পাপড়ি চাট আর ভেলপুরি খেতে চলে যান ঢাকুরিয়া এলাকায় অশোক ভেলপুরিতে। দাম- ১০০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা

অশোক ভেলপুরি (ঢাকুরিয়া)- ভেলপুরি বা চাট ছাড়া ঠাকুর দেখা অসম্পূর্ণ! ভাল পাপড়ি চাট আর ভেলপুরি খেতে চলে যান ঢাকুরিয়া এলাকায় অশোক ভেলপুরিতে। দাম- ১০০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা

০৪ ১২
চিকেন মোমো-  গড়িয়া অঞ্চলে শ্রীলেদার্সের ঠিক বিপরীতে যদি ভালো মোমোর দোকানের খোঁজে তাহলে এই দোকানে চলে যেতে পারেন নির্দ্বিধায়।নানারকমের মোমো রসনাতৃপ্তির আদর্শ স্থান! দাম- ১৪০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা

চিকেন মোমো- গড়িয়া অঞ্চলে শ্রীলেদার্সের ঠিক বিপরীতে যদি ভালো মোমোর দোকানের খোঁজে তাহলে এই দোকানে চলে যেতে পারেন নির্দ্বিধায়।নানারকমের মোমো রসনাতৃপ্তির আদর্শ স্থান! দাম- ১৪০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা

০৫ ১২
হাজি লাব্বায়িক বিরিয়ানি (বাঘা যতীন)-  বাঙালি অথচ বিরিয়ানি ভাল লাগে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাই বাঘা যতীন অঞ্চলে বিরিয়ানির সুলুক সন্ধান খুঁজতে না ঘুরে সোজা চলে যেতে পারেন হাজি লাব্বায়িক বিরিয়ানি-তে।দাম- ২০০ টাকা দু’জনের জন্য  সময়- দুপুর ১২টা থেকে রাত ১১ অবধি খোলা

হাজি লাব্বায়িক বিরিয়ানি (বাঘা যতীন)- বাঙালি অথচ বিরিয়ানি ভাল লাগে না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। তাই বাঘা যতীন অঞ্চলে বিরিয়ানির সুলুক সন্ধান খুঁজতে না ঘুরে সোজা চলে যেতে পারেন হাজি লাব্বায়িক বিরিয়ানি-তে।দাম- ২০০ টাকা দু’জনের জন্য সময়- দুপুর ১২টা থেকে রাত ১১ অবধি খোলা

০৬ ১২
পরমা রোল কর্নার-  গড়িয়াহাট মানেই একডালিয়ার ঠাকুর দেখা। আর আশপাশেই যদি পেয়ে যান জমাটি রোলের দোকান? সন্ধান? ঘুরে আসতে পারেন পরমা রোল কর্নারে। দাম- ২০০ টাকা দু’জনের জন্য  সময়- দুপুর ১২টা থেকে রাত ১০টা অবধি খোলা

পরমা রোল কর্নার- গড়িয়াহাট মানেই একডালিয়ার ঠাকুর দেখা। আর আশপাশেই যদি পেয়ে যান জমাটি রোলের দোকান? সন্ধান? ঘুরে আসতে পারেন পরমা রোল কর্নারে। দাম- ২০০ টাকা দু’জনের জন্য সময়- দুপুর ১২টা থেকে রাত ১০টা অবধি খোলা

০৭ ১২
মহারাজ স্ন্যাক্স- লেক মার্কেটে জনস্রোত পেরিয়ে এসে খিদের চোটে চোখে সর্ষেফুল? কচুরি, সিঙারা, জিলিপি কিংবা শুধু চায়ের খোঁজেই চলে যেতে পারেন মহারাজ স্ন্যাক্সে। দাম- ৮০ টাকা দু’জনের জন্য সময়- সকাল ৭টা থেকে রাত ১১টা অবধি, বিকেল ৫টা থেকে রাত ৯.৩০ খোলা

মহারাজ স্ন্যাক্স- লেক মার্কেটে জনস্রোত পেরিয়ে এসে খিদের চোটে চোখে সর্ষেফুল? কচুরি, সিঙারা, জিলিপি কিংবা শুধু চায়ের খোঁজেই চলে যেতে পারেন মহারাজ স্ন্যাক্সে। দাম- ৮০ টাকা দু’জনের জন্য সময়- সকাল ৭টা থেকে রাত ১১টা অবধি, বিকেল ৫টা থেকে রাত ৯.৩০ খোলা

০৮ ১২
হরিনঘাটা মিট অন হুইলস-  গড়িয়াহাট অঞ্চলে ভাল খাবারের দোকান খুঁজছেন? এম বাজারের ঠিক উল্টো দিকে এই দোকানে একসঙ্গে পেয়ে যাবেন ফিশ ফ্রাই, চাউমিন-চিলি চিকেন কম্বো, পোলাও মাংস ইত্যাদি। দাম- ১০০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ১টা থেকে রাত ৯.৩০টা অবধি খোলা

হরিনঘাটা মিট অন হুইলস- গড়িয়াহাট অঞ্চলে ভাল খাবারের দোকান খুঁজছেন? এম বাজারের ঠিক উল্টো দিকে এই দোকানে একসঙ্গে পেয়ে যাবেন ফিশ ফ্রাই, চাউমিন-চিলি চিকেন কম্বো, পোলাও মাংস ইত্যাদি। দাম- ১০০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ১টা থেকে রাত ৯.৩০টা অবধি খোলা

০৯ ১২
প্রবীর স্ন্যাক্স-  পাটুলিতে ঠাকুর দেখার ফাঁকে হাল্কা কিছু খেয়ে নিতে চলে যেতে পারেন প্রবীর স্ন্যাক্সে। চিকেন তন্দুরি থেকে শুরু করে কবাব, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সব কিছুই হাতের নাগালে। দামও কম।দাম- ১০০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৪টে থেকে রাত ১০.৩০টা অবধি খোলা

প্রবীর স্ন্যাক্স- পাটুলিতে ঠাকুর দেখার ফাঁকে হাল্কা কিছু খেয়ে নিতে চলে যেতে পারেন প্রবীর স্ন্যাক্সে। চিকেন তন্দুরি থেকে শুরু করে কবাব, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই সব কিছুই হাতের নাগালে। দামও কম।দাম- ১০০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৪টে থেকে রাত ১০.৩০টা অবধি খোলা

১০ ১২
রোস্টেড কার্ট-  অন্য রকম স্ন্যাক্স চেয়ে অনেক খাদ্যরসিক নতুন নতুন জায়গা খোঁজেন। এগ চিজ রোস্ট, মটন চাপলি, রুমালি রুটি, চিকেন আফগানীর মতো পদের টানে চলে যান রোস্টেড কার্টে। দাম- ২৫০টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৫টা থেকে রাত ১০টা অবধি খোলা

রোস্টেড কার্ট- অন্য রকম স্ন্যাক্স চেয়ে অনেক খাদ্যরসিক নতুন নতুন জায়গা খোঁজেন। এগ চিজ রোস্ট, মটন চাপলি, রুমালি রুটি, চিকেন আফগানীর মতো পদের টানে চলে যান রোস্টেড কার্টে। দাম- ২৫০টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৫টা থেকে রাত ১০টা অবধি খোলা

১১ ১২
বাডি বাইটস-  রাজডাঙা, কসবা এলাকায় কবাব খুঁজে হন্যে? চলে যান বাডি বাইটসে। হরেক স্বাদের কবাব থাকছে আপনার অপেক্ষায়।দাম- ৩০০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৪টে থেকে রাত ৯টা অবধি খোলা

বাডি বাইটস- রাজডাঙা, কসবা এলাকায় কবাব খুঁজে হন্যে? চলে যান বাডি বাইটসে। হরেক স্বাদের কবাব থাকছে আপনার অপেক্ষায়।দাম- ৩০০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৪টে থেকে রাত ৯টা অবধি খোলা

১২ ১২
সলিড গাল্প-  ইডি ব্লক বিধানগরের আশেপাশে যদি খাবারের সন্ধানে থাকেন তাহলে সোজা চলে যেতে পারেন সলিড গাল্প। চিকেন ললিপপ, চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন উইংস কিংবা ফিশ ফিঙ্গার আর মোমো সবকিছুই একসঙ্গে পেয়ে যাবেন আপনি এই দোকানে। এলাকায় ‘বাপিদের মোমো’ নামেও বিখ্যাত এই দোকান।  দাম- ১৫০ টাকা দু’জনের জন্য  সময়- বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি খোলা।

সলিড গাল্প- ইডি ব্লক বিধানগরের আশেপাশে যদি খাবারের সন্ধানে থাকেন তাহলে সোজা চলে যেতে পারেন সলিড গাল্প। চিকেন ললিপপ, চিকেন পকোড়া থেকে শুরু করে চিকেন উইংস কিংবা ফিশ ফিঙ্গার আর মোমো সবকিছুই একসঙ্গে পেয়ে যাবেন আপনি এই দোকানে। এলাকায় ‘বাপিদের মোমো’ নামেও বিখ্যাত এই দোকান। দাম- ১৫০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৫টা থেকে রাত ৯টা অবধি খোলা।

ছবি সৌজন্যে- অভিজিৎ বিশ্বাস

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy