শঙ্কর কেবিন (গোলপার্ক)- ধরা যাক, গড়িয়াহাট ও গোলপার্ক অঞ্চলে ঠাকুর দেখতে গিয়ে আপনি খিদেয় অস্থির। যদি চান ফিশ বাটার ফ্রাই, চিকেন গোলক্যুইন, চিকেন স্প্রিং রোল, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ রোল, চিকেন পকোড়া, এগ চপ, মটন চপে জমিয়ে পেটপুজো, টুক করে চলে যেতে পারেন শঙ্কর কেবিনে!দাম- ১০০ টাকা দু’জনের জন্য সময়- বিকেল ৪টে থেকে রাত ১০টা অবধি খোলা