হিন্দু ধর্মে ঈশ্বর আছেন প্রায় কয়েক কোটি। তাঁরা ভক্তকুলে প্রসিদ্ধ লীলার গুণেই। পুরাণের গল্প সে রকমই আভাস দেয় কিছুটা। এ সব নিয়ে মত পার্থক্য ছিল, থাকবেও। তবে এ কথা হয়ত অনস্বীকার্য যে, হিন্দু দেব-দেবীরা একেবারে পরিবারের অংশ হয়ে উঠেছেন বিশ্বাসের জোরেই। ঊমা যেমন ঘরের মেয়ে, আবার মা দুর্গা- দুর্গতিনাশিনী। ননীচোরা গোপাল আবার যেন ছোট শিশুটি- ঘুম থেকে তোলা থেকে শুরু করে শয়ন দেওয়া, সবই তাঁর সেবার অংশ। আবার তিনিই স্বয়ং সৃষ্টি- শ্রী বিষ্ণু। হিন্দুদের রোজনামচায় তাই ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে ইষ্ট দেবতার সেবার বিষয়টি।