শুরুতেই থাক সনাতনী পানীয় চাট। আমার-আপনার ঘরের চিনে বাদাম ও কাজু বাদাম। কোনও ঝঞ্ঝাট নেই, পকেটেও চাপ পড়বে না। তবে শুধু বাদাম দিয়ে জমবে না কিন্তু!
০৩১৫
শুরুতেই থাক সনাতনী পানীয় চাট। আমার-আপনার ঘরের চিনে বাদাম ও কাজু বাদাম। কোনও ঝঞ্ঝাট নেই, পকেটেও চাপ পড়বে না। তবে শুধু বাদাম দিয়ে জমবে না কিন্তু!
০৪১৫
মাছের কথা যখন উঠলই, তো বলি, ইলিশ মাছ ভাজা কিন্তু পানীয়র সঙ্গে হেব্বি যায়!
০৫১৫
তেমন মেছো না হলে মাছের ডিমের বড়া নিন। বিশেষ করে ইলিশ মাছের ডিম ভাজা! আহা! আহা!
০৬১৫
মাংসের ভক্ত হলে অবশ্য তন্দুরি চিকেনের দিকটা ভেবে দেখতে পারেন। ধনেপাতা ও দইয়ের সবুজ চাটনি দিয়ে তন্দুরে রাঁধা এই মাংস থাকলে তরলের মৌতাত ধরতে কতক্ষণ!
০৭১৫
যদি নিরামিষ চান, তা হলে তো অবশ্যই রয়েছে পনির টিক্কা। সবজি আর পনির দিয়ে বেশ রসিয়ে কষিয়ে বানানো এই পদ থাকুক আপনার আগামী পানীয়ের আসরের তোফা তাস।
০৮১৫
তবে শুধু পনির কেন, নিরামিষ চাটের জন্য ভাল হল একটু মিষ্টি দিয়ে ক্রিস্পি চিলি বেবি কর্ন। নতুন প্রজন্মের মধ্যে দারুণ জনপ্রিয় এই চাট।
০৯১৫
নাচোস নামের মেক্সিকান পাঁপড়ের মতো পদ খুব প্রিয় হয়ে উঠেছে। বেশি করে চিজ, সস ও নানা আরও উপকরণ দিয়ে নাচোস বানিয়ে নিন চাটের মতো করে। এক্কেবারে জমে যাবে!
১০১৫
মাংসের মধ্যে মুরগির পাখনা বা ঠ্যাং হালকা করে ভাজা, বেশ জনপ্রিয় চাট। মাখো মাখো করে মেয়োনিজে ডুবিয়ে নিয়ে খেয়ে দেখুন, দারুণ যাবে যে কোনও ধরনের পানীয়ের সঙ্গে।
১১১৫
একটু বেশি বয়সিরা ড্রাই ফ্রুটস খুব পছন্দ করেন। কাঠ বাদাম, আখরোট ইত্যাদির মেলানো ড্রাই ফ্রুটস।