০৭
১২
দক্ষিণ ভারতীয় খাবার পছন্দ করেন? তবে তৈরি করতে পারেন রসম। ঘন নারকেলের দুধ, তেঁতুল, রসম মসলা দিয়ে সহজেই এটি বানিয়ে নেওয়া যায়।
০৮
১২
ইডলি বা ধোসার সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলতে পারেন নারকেলের চাটনি।
০৯
১২
বাঁধাকপির সঙ্গে নারকেল মিশিয়ে সহজেই তৈরি করুন বাঁধাকপির ভাজি। নারকেল মেশানোর ফলে একটা হালকা মিষ্টি স্বাদ পাওয়া যায়, যা খেতে একদম অন্য রকম লাগে।
১০
১২
নাড়ু তো অনেক খেলেন। অন্য কোনও মিষ্টি বানাতে চাইলে নারকেল কোরা, খোয়া, দুধ, এলাচ গুঁড়ো এবং চিনি মিশিয়ে তৈরি করে নিন খোয়া নারকেল বরফি।
১১
১২
জানেন কি নারকেল মিশিয়ে আপনি কেকও বানাতে পারেন? সুজি, কনডেন্সড মিল্ক, দুধ, নারকেল এবং মনের মতো ফ্লেভার যোগ করে খুব সহজেই এই সুজির কেক বানানো যায়।
১২
১২
ডিম ছাড়াই বানাতে পারেন নারকেলের কুকিজ্। উপকরণও লাগবে খুব সামান্য- ময়দা, গুড় এবং পরিমাণ মতো নারকেল। এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)