সমস্যা মিটে যাওয়ার আশা নেই। তাই সুইৎজারল্যান্ডে শান্তি সম্মেলনে সিরিয়ায় বাশার-অল-আসাদ সরকার ও বিরোধীদের মধ্যে কিছু ছোটখাটো সমঝোতার চেষ্টা করছে রাষ্ট্রপুঞ্জ। কূটনৈতিক সূত্রে খবর, বন্দি বিনিময়, কিছু এলাকায় সংঘর্ষ বিরতির মতো কয়েকটি বিষয় নিয়ে দু’পক্ষকে রাজি করানোর চেষ্টা চলছে।
এখনও সিরিয়ায় চলছে আসাদ সরকার ও বিরোধীদের লড়াই। গতকাল সম্মেলনের শুরুতে তিক্ত চেহারা নেয় এই দু’পক্ষের বাগ্যুদ্ধ। এক দিকে আসাদকে না সরালে সমস্যার সমাধান সম্ভব নয় বলে জানিয়ে দেয় বিরোধী পক্ষ ও তাদের সমর্থক আমেরিকা। পাল্টা জবাব দেয় সিরিয়াও। নিজের নির্ধারিত সময় পেরিয়ে গিয়ে আসাদের বিদেশমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম জানিয়ে দেন, বিরোধীরা বিশ্বাসঘাতক। তারা বিদেশি সরকারগুলির হয়ে কাজ করছে।
তবে বাগ্যুদ্ধ তিক্ত হলেও সম্মেলন ছেড়ে চলে যায়নি কোনও পক্ষই। তা-ই সিরিয়া সমস্যা মেটাতে এখনও পর্যন্ত সবচেয়ে বড় এই আন্তর্জাতিক সম্মেলন পুরোপুরি মাঠে মারা যাবে না বলেই আশা রাষ্ট্রপুঞ্জের। আজ দু’পক্ষের সঙ্গে আলাদা ভাবে বৈঠক করেন রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূত লাখদার ব্রাহিমি। তিনি জানিয়েছেন, দু’পক্ষ প্রথমেই এক টেবিলে বসবে কি না তা এখনও স্পষ্ট নয়। আগে আলাদা আলাদা ভাবেও মধ্যস্থতাকারীদের সঙ্গে তাদের কথা হতে পারে। আসাদ সরকারের অন্যতম সমর্থক রাশিয়া অবশ্য জানিয়েছে, আগামিকাল দু’পক্ষই গোড়া থেকেই সিরিয়ায় হিংসা বন্ধের পক্ষে সওয়াল করেছে ভারত। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সুইৎজারল্যান্ডের সম্মেলনেও হিংসা বন্ধের কথাই বলবে নয়াদিল্লি। প্রয়োজনে শান্তি প্রক্রিয়ায় সাহায্য করতে রাজি ভারত।