ছবি: এএফপি।
একটানা তুষারপাতে ঢেকে গিয়েছিল নিউ ইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দর। সকাল ১১টা বেজে ১০ মিনিট নাগাদ ১২৫ জন যাত্রীকে নিয়ে লা গার্ডিয়ায় এসে পৌঁছল আটলান্টা থেকে আসা ডেল্টা ফ্লাইট ১০৮৬। বিপত্তি ঘটল ঠিক তার পর।
বরফ-ঝড় চলছিল তখনও। তুষার চাদরে মোড়া রানওয়েতে পিছলে গেল বিমানটির চাকা। সঙ্গে সঙ্গে রানওয়ে থেকে ১৩৭২ মিটার ছিটকে গিয়ে সোজা গুঁতো মারল ইস্ট নদী ঘেঁষা বিমানবন্দরের বেড়াজালে। তার পরে জাল ভেঙে সোজা ঢুকে গেল নদীর তীরে জমে থাকা বরফে। তবে শুক্রবারের এই ঘটনায় কারও প্রাণহানি ঘটেনি। আহত হয়েছেন জনা ২৪ যাত্রী। কারও আঘাতই মারাত্মক নয়।
গত সপ্তাহ থেকেই তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা। কার্যত অচল হয়ে পড়েছে টেক্সাস থেকে বস্টন। বন্ধ স্কুল-কলেজ, অফিসকাছারি। ঘর থেকে বেরোতে মানা করা হয়েছে বাসিন্দাদের। ফিলাডেলফিয়া, বাল্টিমোর, নিউ ইয়র্ক শহরের রাস্তা ঢেকে গিয়েছে আট ইঞ্চি পুরু বরফে। গোটা দেশজুড়ে বাতিল হয়েছে হাজার খানেক উড়ান। এ দিন নিউ ইয়র্কের পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে গড়ানোয় লা গার্ডিয়া বিমানবন্দরের একাধিক উড়ান বাতিল হয়ে যায়। আবহবিদরাও পূর্বাভাস দিয়েছিলেন, নিউ ইয়র্কের দৃশ্যমানতা স্বাভাবিকের থেকে অনেক কমে যাবে। এই অবস্থায় ডেল্টা-১০৮৬ কাণ্ডে উত্তেজনা ছড়ায় দ্রুত।
বিমানবন্দরের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, দুর্ঘটনার পর আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার উপরের দরজা দিয়ে হুড়মুড় করে বেরোতে শুরু করেন। ডানা বেয়ে নেমে ঝাঁপ দিতে থাকেন বরফে। যাত্রীদের কাউকে কাউকে আবার দেখা যায় বিমান থেকে নেমেই পিছনে সহযাত্রীদের অবস্থা ক্যামেরাবন্দি করে রাখতে।
নিউ ইয়র্ক বিমানবন্দর কর্তৃপক্ষ প্যাট্রিক ফো অবশ্য ঘটনার কার্যকারণ নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তিনি জানিয়েছেন, ঘটনার কিছু ক্ষণ আগেই রানওয়ে থেকে বরফ সরিয়ে দেওয়া হয়েছিল। অভিজ্ঞ পাইলটরা পরীক্ষা করে এ-ও জানিয়েছিলেন তাঁরা নিশ্চিত, রানওয়ের যা অবস্থা, তাতে বিমানের ব্রেক ঠিকমতোই কাজ করবে। তার পরই ডেল্টা-১০৮৬ কে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। এর পরও কী ভাবে দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিমান দুর্ঘটনায় জখম হলেন ‘স্টার ওয়ার্স’, ‘ইন্ডিয়ানা জোনস’ খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড (ইনসেটে)।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটে নাগাদ লস অ্যাঞ্জেলেসের গল্ফ কোর্সের কাছে ভেঙে পড়ে ৭২
বছরের অভিনেতার ভিন্টেজ বিমান। চালক ছিলেন ফোর্ড নিজেই। স্থানীয় বিমানবন্দর থেকে ওড়ার
কিছু পরেই দুর্ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ফোর্ডকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছবি: এ পি।