তসলিমার মিনু। ছবি টুইটারের সৌজন্যে।
স্তন-টিউমারে আক্রান্ত বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, ঠান্ডা লাগার সমস্যা নিয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে ভর্তি হন তসলিমা। পরীক্ষা পর টিউমার ধরা পড়েছে তাঁর। সঙ্গে সঙ্গেই বায়প্সি হয়েছে, রিপোর্ট পাওয়া যায়নি এখনও। পেশায় চিকিৎসক তসলিমার মা ক্যানসারে মারা যান। তসলিমার এক ভাইও ক্যানসারে আক্রান্ত।
নিউ ইয়র্কের একটি হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। সেই কারণেই টিউমারের কথা শোনার পর থেকেই দুশ্চিন্তাগ্রস্ত তসলিমা। আজ, রবিবার তিনি ভারতীয়দের উদ্দেশে টুইট করে জানান, বায়প্সির পরেই একটি রেস্তোরাঁয় বিরিয়ানি খেয়েছেন তিনি। বলেন, “আমার যদি ক্যানসার ধরা পড়ে, যদি আমি মারা যাই, তা হলে আমার বেড়াল মিনুর খেয়াল রেখো তোমরা। ও পৃথিবীর সব চেয়ে সুন্দর বেড়াল।”