ক্রাইমিয়া থেকে সেনা সরাচ্ছে ইউক্রেন সরকার

কৃষ্ণসাগরের উপদ্বীপটি তাদের হাত ছাড়া হয়েছে বেশ কিছু দিন আগে। তাই এ বার ক্রাইমিয়া থেকে নিজেদের সেনা ও তাঁদের পরিবারকে সরিয়ে আনার সিদ্ধান্ত নিল ইউক্রেনের অন্তর্বর্তী সরকার। কিয়েভে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান অ্যান্ড্রি পারুবি বলেছেন, “প্রায় ২৫ হাজার সেনা ও তাঁদের পরিবারকে ইউক্রেনের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

কিয়েভ শেষ আপডেট: ২১ মার্চ ২০১৪ ০৩:৫৩
Share:

কৃষ্ণসাগরের উপদ্বীপটি তাদের হাত ছাড়া হয়েছে বেশ কিছু দিন আগে। তাই এ বার ক্রাইমিয়া থেকে নিজেদের সেনা ও তাঁদের পরিবারকে সরিয়ে আনার সিদ্ধান্ত নিল ইউক্রেনের অন্তর্বর্তী সরকার। কিয়েভে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান অ্যান্ড্রি পারুবি বলেছেন, “প্রায় ২৫ হাজার সেনা ও তাঁদের পরিবারকে ইউক্রেনের মূল ভূখণ্ডে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যত দ্রুত ও সুষ্ঠু ভাবে সেই পরিকল্পনা রূপায়িত করা যায়, সরকার তার চেষ্টাই করছে।”

Advertisement

আসলে গত কালই ক্রাইমিয়ার সেভাস্তোপোল বন্দরে ইউক্রেনের নৌসেনা সদর দফতর দখল করেছে রুশ বাহিনী। গ্রেফতার করা হয়েছিল নৌসেনা প্রধানকেও। তাই ঝুঁকি নিতে চাইছে না কিয়েভ। আজ নৌসেনা প্রধান-সহ কিছু ইউক্রেনীয় অফিসারকে মুক্তি দিয়েছে রুশ সরকার। এর মধ্যেই কিয়েভের অভিযোগ, শুধু ক্রাইমিয়া দখল করেই থেমে নেই মস্কো। ইউক্রেনের অন্য অংশেও আগ্রাসনের জন্য তৈরি হচ্ছে রুশ সেনা। যদিও এই অভিযোগকে আমল দিতে নারাজ রাশিয়া। রাষ্ট্রপুঞ্জে ইউক্রেনের দূত ইউরলি ক্লাইমেঙ্কোর কথায়, “পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রুশ সেনা আগ্রাসনের ইঙ্গিত মিলেছে।” এক রুশ কূটনীতিক এই অভিযোগ অস্বীকার করেছেন।

ক্রাইমিয়াকে রাশিয়ার মূল ভূখণ্ডে জোড়ার আইনি কাজ এই সপ্তাহের মধ্যেই হয়ে যাবে বলে জানান রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষে আজই ক্রাইমিয়ার অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে ভোটাভুটি হয়। তাতে পার্লামেন্ট সর্বসম্মত ভাবে সায় দিয়েছে। লাভরভ জানান, খুব শীঘ্রই ক্রাইমিয়া আইনত রাশিয়ার সঙ্গে যুক্ত হবে। তবে আজই আবার রাশিয়ার অর্থনীতিকে ধাক্কা দিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ওবামা প্রশাসন। সূত্রের খবর, রুশ অর্থনীতির বেশ কিছু প্রকল্পের উপর নিষেধাজ্ঞা জারির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাল্টা হিসেবে রাশিয়াও একাধিক মার্কিন আধিকারিকের উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে।

Advertisement

এ দিকে, ক্রাইমিয়ায় থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের নিয়ে উদ্বিগ্ন নয়াদিল্লি। বর্তমানে প্রায় ৬০০ ভারতীয় পড়ুয়া ক্রাইমিয়ার সরকারি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। আজ ইউক্রেনে ভারতের রাষ্ট্রদূত ক্রাইমিয়ার রাজধানী সিমফেরোপোলে যান। সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে তাঁর কথাও হয়েছে। কর্তৃপক্ষ জানান, ভারতীয় ছাত্রছাত্রীরা সেখানে সুরক্ষিতই আছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement