সাঁজোয়া গাড়ি নিয়ে আক্রমণে প্রস্তুত রুশ সেনা। ক্রাইমিয়ার বেলবেক বায়ুসেনা ঘাঁটিতে। ছবি:রয়টার্স।
ক্রাইমিয়ায় ইউক্রেন সরকারের সেনা ছাউনিতে রুশ সেনা অভিযান বন্ধ হওয়ার নামই নিচ্ছে না। গত ক’দিনে নৌসেনা সদর দফতর থেকে শুরু করে একের পর এক ইউক্রেনীয় সেনা ছাউনির দখল নিয়েছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। আজও ব্যতিক্রম ঘটেনি। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ক্রাইমিয়ার বন্দর শহর সেভাস্তোপোলের কাছে বেলবেকে ইউক্রেনীয় বায়ুসেনার যে ঘাঁটি রয়েছে, তার মধ্যে দু’টি সাঁজোয়া গাড়ি ঢুকিয়ে দেয় রুশ সেনা। মস্কো চায়, ইউক্রেনীয় সেনারা অবিলম্বে অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করুক। আর তার পর খালি করে দিক ওই সেনা ঘাঁটি। কিন্তু প্রথমে তাতে রাজি হননি ইউক্রেনের সেনারা।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আজ দুপুর থেকেই বেলবেকের ওই ঘাঁটি দখল নিয়ে দু’পক্ষের বিস্তর নাটক চলেছে। প্রথমে মূল দরজায় গাড়ি দু’টি দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে রুশ সেনা। ভিতরে ঢোকা নিয়ে দু’পক্ষের বাগযুদ্ধ থেকে শুরু করে গুলি বিনিময় হয়। গ্রেনেডও ছোড়ে রুশ সেনারা।
রাশিয়ার স্পষ্ট বক্তব্য, ক্রাইমিয়া এখন তাদের অধীনে। ফলে তাদের ভূখণ্ডে পড়শি দেশের সেনা ঘাঁটি তারা বরদাস্ত করবে না। আবার উল্টো দিকে, ইউক্রেনীয় সেনাদের প্রশ্ন, “ওরা গুলি চালাবে কেন?” দু’পক্ষের উত্তপ্ত বাদানুবাদের পরে শেষ পর্যন্ত আজ রাতেই ওই ঘাঁটির দখল নেয় রুশ বাহিনী। তবে শুধু বেলেবেকেই নয়, নভোফেডেরস্কোর একটি ইউক্রেনীয় সেনা ছাউনিরও দখল নিয়েছে রুশ সেনা। সেখানেও প্রথমে ধোঁয়া বোমা ছুড়ে রুশ বাহিনীকে আটকানোর চেষ্টা করেছিল ইউক্রেনীয় বাহিনী। কিন্তু শেষ পর্যন্ত ওই ছাউনিও দখল করে নেয় রুশ বাহিনী।