টুইটারে বন্ধুদের মন্তব্যের জবাবে আপনি লিখলেন ‘গো টু হেল’। তার মানে আপনার মাসিক আয় ৬০ থেকে ৭০ হাজার। হয়ত আপনি লিখলেন ‘নিশ্চয়, হয়ে যাবে’। তাহলে অবশ্যই আপনার আয় ২০ থেকে ৩০ হাজার। ধাঁধা মনে হচ্ছে?
শুনতে ধাঁধা লাগলেও এ-ও সম্ভব। টুইটারে আপনার করা মন্তব্যই জানিয়ে দেবে আপনার মাসিক আয়। সম্প্রতি গবেষণায় এই তথ্যই উঠে এসেছে। মাইক্রোসফ্টের সঙ্গে পেনসিলভেনিয়া, লণ্ডন-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় গবেষণা চালায়। তাতেই এই তথ্য উঠে এসেছে।
কী ভাবে? গবেষণায় জানা যায়, যে সমস্ত টুইটার ব্যবহারকারীরা সাধারণত ভয় বা রাগ দেখিয়ে মন্তব্য করেন, তাঁদের আয় অনেক বেশি। উল্টো চিত্র ধরা পড়ে কম আয় যাঁদের। কম আয়ের টুইটার ব্যবহারকারীরা আশাবাদী মন্তব্য করে থাকেন। উপরন্তু, তাঁদের কাছে টুইটার মূলত বন্ধু বান্ধবদের সঙ্গে যোগযোগের মাধ্যম। যেখানে বেশি আয় করা ব্যবহারকারীরা রাজনীতি, অর্থনীতি ইত্যাদি নিয়ে আলোচনা করতেই পছন্দ করেন। তাঁরা টুইটারকে অনেক বেশি পেশাগত ভাবে ব্যবহার করেন।
টুইটার থেকে ১০ মিলিয়ন ব্যবহারকারীর প্রোফাইল এবং তাঁদের মন্তব্য বিবেচনা করেই এই সিদ্ধান্তে এসেছেন বিজ্ঞানীরা।