নারঙ্গের পাশের সিটেই পা তুলে রয়েছেন সুন্দরী। ছবি: ফেসবুক।
একে তো গরম। তায় দুর্গন্ধ! বাসে বসে থাকাই দায়। কিন্তু, ঘণ্টা ছয়েকের সফর। ফলে সেই অবস্থাতেই বসে থাকতে হল বাসে। এমন দুঃসহ পরিস্থিতিতে বোধহয় কখনও পড়েননি তাইল্যান্ডের ২১ বছরের যুবক নারঙ্গ তায়োপান্য।
কিন্তু, টানা ছ’ঘণ্টা ধরে বাসে দুর্গন্ধ এল কোথা থেকে?
নারঙ্গের দাবি, তাঁর পিছনের আসনে বসা এক সুন্দরীর মোজা পরা দু’পা থেকে। দুর্গন্ধে ভরা মোজা-সহ পা দু’খানি নারঙ্গের পাশের ফাঁকা আসনের মাথায় চড়িয়ে নাকি সারা রাস্তায় সফর করেছেন তিনি। বার বার বারণ করা সত্ত্বেও সেখান থেকে তা সরাতে নারাজ তিনি। বিরক্ত হয়ে সে ‘দুর্গন্ধভরা’ অভিজ্ঞতার ভিডিও আপলোড করে দিলেন ফেসবুকে। গত ৬ এপ্রিল সেই ভিডিও আপলোড করার পর আপতত তা সোশ্যাল দুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন
তিস্তা চুক্তিতে মমতাকে কটাক্ষ হাসিনার
সিটের মাথায় এ ভাবেই পা তুলে রেখেছিলেন ওই মহিলা। ছবি: ফেসবুক।
গত মাসে ব্যাঙ্কক থেকে তাইল্যান্ডের উত্তরাঞ্চলের সুখোতাই প্রদেশে যাচ্ছিলেন নারঙ্গ। ৩০ মার্চের পর সে সফরের নানা ছবিও ফেসবুকে পোস্ট করেছেন তিনি। তবে সে সব ছেড়ে সকলেই নারঙ্গের ওই ভিডিও দেখতে যেন হামলে পড়েছেন। এখনও পর্যন্ত ১৭১,২৮৩ জন তা দেখেছেন। প্রায় ৪২৭ কিলোমিটার ওই সফরের অভিজ্ঞতার নিয়ে নারঙ্গের গলা বিরক্তির সুর, “মহিলাটি সুন্দরী হলেও তাঁর কোনও আদবকায়দা জানা নেই। তাঁর পা থেকে যা দুর্গন্ধ বেরোচ্ছিল তাতে গোটা বাস ভরে উঠেছিল। ওই গরমে রীতিমতো শরীর খারাপ লাগছিল... কারণ আমার মাথার পাশেই তো ছিল তাঁর পা দু’খানি।” নারঙ্গের আক্ষেপ, “ওঁর নোংরা পা দুটো যেখানে রাখা ছিল সেখানে তো অন্য কেউ মাথা রাখবেন!” সঙ্গে তাঁর প্রশ্ন, “নিজের দেশ হলে এমনটা করতে পারতেন? ”
আরও পড়ুন
বিয়ে ভেঙে যাওয়ায় দেউলিয়া বলিউডের এই অভিনেত্রী
তবে অনেকে প্রশ্ন তুলেছেন, বাস তো মোটামুটি ফাঁকাই ছিল। তাই সেখান থেকে উঠে গিয়ে অন্য আসনেও তো বসতে পারতেন নারঙ্গ! তা করেননি কেন? অনেকের মতে, বোধহয় ভুল বোঝাবুঝির জন্যই এমনটা হয়েছে। কারণ, তাইল্যান্ডে চেয়ারের উপর পা তুলে বসাটাও উদ্ধত আচরণ বলে মনে করা হয়। তবে এ প্রশ্নের জবাব দেননি নারঙ্গ।
দেখুন সেই ভিডিও