ভয়ঙ্কর! রেল লাইনে আত্মহত্যার ভিডিও লাইভ স্ট্রিমিং করলেন ১৯ বছরের তরুণী!

ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। ব্যাপারটাই শিউরে ওঠার মতো। কিন্তু সেখানেই থেকে থাকেননি প্যারিসের এক শহরতলির১৯ বছরের তরুণী। সেই মর্মান্তিক আত্মহত্যার লাইভ স্ট্রিমিংও করলেন তিনি!

Advertisement
শেষ আপডেট: ১২ মে ২০১৬ ১৫:০৫
Share:

ট্রেনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা। ব্যাপারটাই শিউরে ওঠার মতো। কিন্তু সেখানেই থেকে থাকেননি প্যারিসের এক শহরতলির১৯ বছরের তরুণী। সেই মর্মান্তিক আত্মহত্যার লাইভ স্ট্রিমিংও করলেন তিনি! টুইটারের অ্যাপ পেরিস্কোপের সাহায্যে ১৯ বছরের তরুণীর আত্মহত্যা লাইভ দেখার পরই তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement

ফরাসি পুলিশকর্তা এরিক লালুমেন্ট জানান, আত্মহত্যা করার আগে নিজের এক বন্ধুকে বার কয়েক ফোন করেন ওই তরুণী। তাঁকে বুঝিয়ে বলেন কী ভাবে তিনি পেরিস্কোপের সাহায্যে নিজের আত্মহত্যার লাইভ স্ট্রিমিং করতে চলেছেন। ইন্টারনেট ইউজারদের জন্য পেরিস্কোপ অ্যাপ ব্যবহারের উদ্দেশে বিবৃতিও দেন। মঙ্গলবার দক্ষিণ প্যারিসের এগলি স্টেশন থেকে স্ট্রিমিং হওয়া ভিডিওটি পেরিস্কোপ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তবে তার আগেই ভিডিওটি প্রকাশ হয়ে যায় ইউটিউবে।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কাউচে বসে ধূমপান করছেন ওই তরুণী। বলছেন, উত্তেজনা ছড়াতো নয়, শুধু মাত্র সতর্ক করার উদ্দেশে এই ভিডিও। এর পর কালো স্ক্রিন। শোনা যাচ্ছে কিছু লোকের আওয়াজ।

Advertisement

পুলিশ জানায়, নতুন প্রজন্মের মধ্যে সোশ্যাল মিডিয়ায় আত্মহত্যা বা ধর্ষণের মতো ঘটনার লাইভ স্ট্রিমিং করার প্রবণতা ক্রমশই বেড়ে চলেছে। কেন এমন ভয়ঙ্কর মনোভাবের শিকার হচ্ছে এই প্রজন্ম? ভাবাচ্ছে অনেককেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement