প্রতীকী ছবি।
বিশ্ব জুড়ে যখন করোনার তৃতীয় ঢেউ চোখ রাঙাচ্ছে, তখন কিছুটা স্বস্তির কথা শোনাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু-য়ের সাপ্তাহিক রিপোর্টে জানা গিয়েছে, গত সপ্তাহে বিশ্ব জুড়ে সংক্রমণ বেশ খানিকটা কমেছে। গত দু’মাসের মধ্যে যা সবচেয়ে কম।
প্রতি মঙ্গলবার করোনা সংক্রান্ত সাপ্তাহিক রিপোর্ট প্রকাশ করে হু। গত কালের রিপোর্টে তারা জানিয়েছে, শেষ সপ্তাহে ৪৪ লক্ষ নতুন সংক্রমণ ধরা পড়েছে। সব দেশেই সংক্রমণ কমেছে। পূর্ববর্তী সপ্তাহের তুলনায় কমেছে মৃত্যুও। গত সপ্তাহে মারা গিয়েছেন ৬২ হাজার জন। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে মৃত্যুর পরিসংখ্যান বেশ নিম্নমুখী। ব্যতিক্রম আফ্রিকা। সেখানে মৃত্যুহার ৭ শতাংশ বেড়েছে।
আমেরিকা, ব্রিটেন, ভারত, ইরান ও তুরস্কে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি রয়েছে। সংক্রমণ কমলেও আমেরিকার সার্বিক পরিস্থিতি এখনও বিপজ্জনক। গত সাত দিনে ১ লক্ষ ৭২ হাজার জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে।