এক কোটি এড্‌স রোগীর চিকিৎসা হচ্ছে না, বলল ‘হু’

বিশ্বে এই মূহুর্তে এমন এক কোটি এড্‌স রোগী রয়েছেন, যাঁদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। আর ওই রোগ-প্রতিরোধী ওষুধ নিয়ম মতো খান না আরও কয়েক কোটি মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৫ ২১:১৭
Share:

বিশ্বে এই মূহুর্তে এমন এক কোটি এড্‌স রোগী রয়েছেন, যাঁদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। আর ওই রোগ-প্রতিরোধী ওষুধ নিয়ম মতো খান না আরও কয়েক কোটি মানুষ। এই অনিয়মটা সবচেয়ে বেশি হচ্ছে আফ্রিকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা, ‘হু’ আজ এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এই অনিয়ম বন্ধ করতে এড্‌স-প্রতিরোধী মতুন একটি ‘গাইডলাইন’ দিয়েছে ‘হু’। তাতে বলা হয়েছে, এড্‌স রোগ কারও শরীরে ধরা পড়লেই তাঁকে ‘অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি’ করাতে হবে। আর, কারও ওই মারণ রোগ হতে পারে, এটা আঁচ করা গেলেই, তাঁকে নিয়মিত ভাবে প্রতিরোধী ওষুধ দিতে হবে। ‘হু’-র হিসেবে, এখন গোটা বিশ্বে তিন কোটি ৭০ লক্ষ মানুষ এড্‌স রোগী। এর মধ্যে মাত্র এক কোটি ৪০ লক্ষ মানুষের চিকিৎসা নিয়মিত ভাবে হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement