Sudiksha Konanki Missing

সুদীক্ষা কোথায়? এক সপ্তাহ পেরোলেও হদিস নেই, ডমিনিকান প্রজাতন্ত্রে ঘুরতে গিয়ে নিখোঁজ হন

গত ৩ মার্চ সুদীক্ষা এবং আরও পাঁচ ছাত্রী ডমিনিকান প্রজাতন্ত্রে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা পুন্টা কানা সমুদ্র সৈকতের কাছে রিউ রিপাবলিকা নামে একটি হোটেলে উঠেছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৬:১৩
Share:
সুদীক্ষা কোনাঙ্কি। ছবি: সংগৃহীত।

সুদীক্ষা কোনাঙ্কি। ছবি: সংগৃহীত।

এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। কিন্তু এখনও হদিস মেলেনি আমেরিকানিবাসী ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী সুদীক্ষা কোনাঙ্কির। কোথায় সুদীক্ষা, কী ভাবে নিখোঁজ হয়ে গেলেন? তা নিয়ে অবশ্য ইতিমধ্যেই নানা দাবি ঘুরছে। তবে সুদীক্ষার অবস্থান সম্পর্কে স্পষ্ট কিছু জানাতে পারেনি ডমিনিকান প্রজাতন্ত্র। ছাত্রীর রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে ডমিনিকান পুলিশ এবং মার্কিন গোয়েন্দারা।

Advertisement

কয়েক জন বন্ধুর সঙ্গে ডমিনিকান প্রজাতন্ত্রে বেড়াতে গিয়েছিলেন সুদীক্ষা। বছর কুড়ির এই তরুণী পিটসবার্গ বিশ্বিদ্যালয়ের ছাত্রী। গত ৩ মার্চ সুদীক্ষা এবং আরও পাঁচ ছাত্রী ডমিনিকান প্রজাতন্ত্রে বেড়াতে গিয়েছিলেন। তাঁরা পুন্টা কানা সমুদ্রসৈকতের কাছে রিউ রিপাবলিকা নামে একটি হোটেলে উঠেছিলেন। ৬ মার্চ রাতে তাঁকে হোটেলের বাইরে সমুদ্রসৈকতের কাছে শেষ বার দেখা গিয়েছিল। তার পর থেকে নিখোঁজ সুদীক্ষা।

তাঁর পরিবার জানিয়েছে, সুদীক্ষা সব সময় নিজের কাছে ফোন রাখতেন। কিন্তু নিখোঁজ হওয়ার দিন বন্ধুদের কাছে ফোন এবং টাকার ব্যাগ রেখে যান। সুদীক্ষার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করে কোনও সূত্র পাওয়া যায় কি না তার চেষ্টা করছে পুলিশ। ড্রোন, হেলিকপ্টার নামিয়ে দ্বীপের পূর্ব উপকূলে তল্লাশি জোরালো করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Advertisement

ডমিনিকান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট আবিনাদের জানিয়েছেন, সুদীক্ষার এক সঙ্গী দাবি করেছেন, তাঁরা যখন সৈকতে ছিলেন, সেই সময় বিশাল একটি ঢেউ আছড়ে পড়েছিল। তা হলে কি সেই ঢেউয়ে ভেসে চলে গিয়েছেন? তবে সেই দাবি কতটা সত্য, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে সুদীক্ষার পোশাক উদ্ধার হয়েছে বলে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তা সম্পূর্ণ ভুয়ো বলে দাবি করেছেন পুলিশকর্তা হুয়ান সালাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement