Donald Trump Volodymyr Zelenskyy Clash

ইউক্রেনের ‘শ্রেষ্ঠ’ পুরস্কার ট্রাম্পের জন্য নিয়ে যান জ়েলেনস্কি, হোয়াইট হাউস বিতণ্ডায় ম্লান সেই উপহার

হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক শুরুর আগে সৌজন্য বিনিময়ের সময়েই ট্রাম্পের হাতে ইউক্রেনের বিশেষ উপহার তুলে দেন জ়েলেনস্কি। কিন্তু সেই উপহার অবহেলিত হয়েছে বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৩:০১
Share:

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি।

অন্য রাষ্ট্রনেতাদের পথেই হেঁটেছিলেন তিনি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নিয়ে গিয়েছিলেন বিশেষ উপহার। হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক শুরুর আগে সৌজন্য বিনিময়ের সময়েই ট্রাম্পের হাতে উপহার তুলে দেন জ়েলেনস্কি। কিন্তু তার পরের ঘটনাবলি তাঁর পক্ষে যায়নি। ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়িয়ে পড়েন। মাঝপথে বৈঠক থামিয়ে বেরিয়ে যান ওভাল অফিস থেকে। মধ্যাহ্নভোজনও করেননি জ়েলেনস্কি। এ সবের মাঝে তাঁর দেওয়া সেই উপহার ম্লান হয়ে গিয়েছে। যে আশা নিয়ে ওই উপহার নিয়ে গিয়েছিলেন ইউক্রেন প্রধান, তা ব্যর্থ হয়েছে।

Advertisement

জ়েলেনস্কির বাঁ দিকে টেবিলের উপর দেখা যাচ্ছে ইউক্রেনের ইউএফসি বেল্ট। ছবি: এক্স।

গত বছর ইউক্রেনের বক্সার আলেকজ়ান্ডার উসিক একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রিটেনকে হারিয়েছিলেন। তিনি পেয়েছিলেন আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) বেল্ট। ইউক্রেনের ইতিহাসে এটি অন্যতম শ্রেষ্ঠ ক্রীড়া পুরস্কার বলে বিবেচিত হয়। সেই বেল্ট ট্রাম্পকে উপহার দিয়েছিলেন জ়েলেনস্কি। বেল্টটির গুরুত্ব তাঁর দেশের কাছে অপরিসীম। সেটি ট্রাম্পের জন্য নিয়ে এসে জ়েলেনস্কি বোঝাতে চেয়েছিলেন, আমেরিকাকে গুরুত্বপূর্ণ মিত্র দেশ হিসাবে দেখছে ইউক্রেন। কিন্তু এই উপহার দিয়ে ট্রাম্পের মন গলাতে পারেননি তিনি। ট্রাম্প এবং ভান্সের সঙ্গে তাঁর কথোপকথনের যে সমস্ত ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, তাতেও পিছন দিকের একটি টেবিলে ইউক্রেনের এই ইউএফসি বেল্ট দেখা গিয়েছে।

জ়েলেনস্কির দেওয়া উপহারকে ট্রাম্প পাত্তাই দেননি বলে অভিযোগ। উল্টে ইউক্রেনের প্রতিনিধি দলকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয়। তাদের যৌথ সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়া হয়। বাতিল হয় মধ্যাহ্নভোজ।

Advertisement

আমেরিকায় মূলত একটি খনিজ চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন জ়েলেনস্কি। ওই চুক্তির বিনিময়ে তিনি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছিলেন। কিন্তু ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে তাঁকে সমঝোতার পথে হাঁটার পরামর্শ দেন। জ়েলেনস্কি তাতে খুশি হতে পারেননি। তাঁর অভিযোগ, অতীতে একাধিক বার রাশিয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। এর পরেই ট্রাম্প এবং ভান্সের সঙ্গে কিছু ক্ষণ উত্তপ্ত বাক্যবিনিময় হয় ইউক্রেনের প্রধানের। ট্রাম্প জানান, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন জ়েলেনস্কি। খনিজ চুক্তিতে স্বাক্ষর না-করেই তিনি বেরিয়ে যান। হোয়াইট হাউসের ঘটনার পর ইউরোপের একাধিক দেশকে পাশে পেয়েছেন জ়েলেনস্কি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement