—ফাইল চিত্র।
এ বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ভেস্তে দেওয়ার ডাক দিল আইএস। যাঁরা ভোট দিতে যাবেন, তাঁদের খুন করা হবে এবং ব্যালট বাক্স নষ্ট করা হবে বলে হুমকি দিয়েছে আবু বকর আল-বাগদাদির সংগঠন। আমেরিকার মুসলিম নাগরিকদের ভোট বয়কট করতেও বলেছে আইএস।
মার্কিন গোয়েন্দা সংস্থা সাইটের তরফে আইএস-এর এই হুমকির কথা জানানো হয়েছে। জঙ্গি সংগঠনটির আল হায়াত মিডিয়া সেন্টার কর্তৃক প্রকাশিত এক প্রবন্ধে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ভেস্তে দেওয়ার এই হুমকি দেওয়া হয়েছে। মার্কিন ভোটারদের জবাই করতে এবং ব্যালট বাক্সগুলি গুঁড়িয়ে দিতে জঙ্গিরা ইতিমধ্যেই আমেরিকায় পৌঁছে গিয়েছে বলেও ওই প্রবন্ধে দাবি করা হয়েছে।
কেন আমেরিকার ভোটারদের হত্যা করা হবে তার বিশদ বাখ্যা দেওয়া হয়েছে আইএস প্রকাশিত ওই প্রবন্ধে। দীর্ঘ ধর্মীয় যুক্তি উপস্থাপন করে সেই প্রবন্ধে বিশ্লেষণ করা হয়েছে, কেন আমেরিকার ভোটারদের এই শাস্তিই প্রাপ্য। ডেমোক্র্যাটিক বা রিপাবলিকান, কোনও দলই ভাল নয় বলে লেখা হয়েছে আইএস-এর ওই হুঁশিয়ারি পত্রে। আমেরিকার সব দলই ইসলামের বিরুদ্ধে বলে ওই প্রবন্ধে লেখা হয়েছে।
আরও পড়ুন: আচমকা কিছু ঘটল! মঞ্চ থেকে দ্রুত সরিয়ে নেওয়া হল ট্রাম্পকে