Volodymyr Zelenskyy

যুদ্ধবিরতির মধ্যেও রুশ গোলা! পুতিনের সিদ্ধান্ত ‘ব্যর্থ’ হয়েছে বলে মন্তব্য জ়েলেনস্কির

শুক্রবার দুপুর থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করার কথা জানিয়েছিল রাশিয়া। এক তরফা ভাবেই। ইউক্রেন প্রথম থেকেই দাবি করে আসছে, ওই যুদ্ধবিরতি আসলে ক্রেমলিনের নয়া রণকৌশল।

Advertisement

সংবাদ সংস্থা

কিভ শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৩ ২০:৫৮
Share:

ভলোদিমির জ়েলেনস্কি। ফাইল ছবি।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যুদ্ধবিরতি-বার্তায় শুরু থেকেই ভরসা রাখেনি ইউক্রেন। অর্থোডক্স ক্রিসমাসের সম্মানে ওই বিরতি ঘোষণার পরেও দু’পক্ষ পরস্পরের বিরুদ্ধে গোলা ছোড়ার অভিযোগ তুলেছে। তার প্রেক্ষিতে পুতিনের সিদ্ধান্তকে ‘ব্যর্থ’ বলে মন্তব্য করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি।

Advertisement

যুদ্ধবিরতি না মানার অভিযোগকে কেন্দ্র করে রুশ-ইউক্রেন তরজার মধ্যে জ়েলেনস্কি দাবি করলেন, ‘‘ওরা যুদ্ধবিরতি নিয়ে অনেক কিছু বলেছিল। বাস্তব হল, তার মধ্যেও বাখমুখ এবং ইউক্রেনের অন্য শহরে গোলাবর্ষণ করেছে রাশিয়া।’’

শুক্রবার দুপুর থেকে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতি শুরু করার কথা জানিয়েছিল রাশিয়া। এক তরফা ভাবেই। ইউক্রেন প্রথম থেকেই দাবি করে আসছে, ওই যুদ্ধবিরতি আসলে ক্রেমলিনের নয়া রণকৌশল। তাদের আরও দাবি, বিরতি-পর্ব শুরু হওয়ার প্রথম তিন ঘণ্টাতেও চুপ ছিল না রুশ সেনা। ওইটুকু সময়ের মধ্যে কমপক্ষে ১৪ বার ইউক্রেনের দিকে গোলা ছুড়ে রুশেরা। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শনিবারও ইউক্রেনের বাখমুখ শহরে শেলিং হয়েছে। বাখমুখের এক বাসিন্দার কথায়, ‘‘গত সপ্তাহে যা ছিল, গোটা মাস জুড়ে যা ছিল, শনিবারের পরিস্থিতিও তাই। আশ্বাস থাকলেও পরিবর্তন কিছু নেই।’’

Advertisement

উল্টো দিকে রাশিয়ার দাবি, ইউক্রেনই যুদ্ধবিরতি মানেনি। তারা লাগাতার গোলাবর্ষণ করেছে বলে মস্কোও চুপ থাকতে পারেনি। রুশ সংবাদ সংস্থা তাস-কে পুতিনের ডেপুটি চিফ অব স্টাফ সার্গেই কিরিয়েঙ্কো বলেন, ‘‘প্রেসিডেন্ট যে বিশেষ সামরিক অভিযান শুরু করেছেন, তা সম্পূর্ণ হবেই। এবং আমরা জিতবই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement