Viral video

করোনার ভয়ে অন্যের ছোঁয়া এড়াতে এ কী পোশাক এই ব্যক্তির!

আশপাশের মানুষ শুধু তাঁকে ঘুরে ঘুরে দেখছেন তাই নয়, অনেকে তাঁর এই চক্রাকার বর্মের ছবিও তুলছেন। কেউ তাঁকে যখনই জিজ্ঞেস করছেন কেন তিনি এটি পরেছেন?

Advertisement

সংবাদ সংস্থা

রোম শেষ আপডেট: ১৩ মার্চ ২০২০ ২০:১২
Share:

করোনা এড়াতে নতুন পোশাক। ছবি: টুইটার থেকে নেওয়া।

করোনাভাইরাস থেকে বাঁচতে এড়িয়ে চলুন অন্যের ছোঁয়া, এই উপদেশ অক্ষরে অক্ষরে পালন করতে অদ্ভুত পথ বার করেছেন এক ইতালিয়। তিনি বিশাল গোলাকার একটি কাটবোর্ড পরে নিয়েছেন। কোমরের কাছে চক্রের মতো ঝুলে রয়েছে সেটি। ফলে সহজে তাঁকে ছোঁয়া যাবে না, তিনিও কাউকে ছুঁতে পারবেন না।

Advertisement

এক টুইটার ইউজার ভিডিয়োটি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন ওই ব্যক্তি। আর তিনি হলুদ রঙের কাটবোর্ড কাঁধ থেকে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছেন। আশপাশের মানুষ শুধু তাঁকে ঘুরে ঘুরে দেখছেন তাই নয়, অনেকে তাঁর এই চক্রাকার বর্মের ছবিও তুলছেন। কেউ তাঁকে যখনই জিজ্ঞেস করছেন কেন তিনি এটি পরেছেন? বিনা দ্বিধায় জানাচ্ছেন, 'করোনাভাইরাস থেকে বাঁচতে এই পন্থা’।

এই ব্যক্তি রোমের এক শপিং মলে গিয়েছিলেন। সেখানে তাঁকে ক্যামেরাবন্দি করেন কয়েক জন। সেই ভিডিয়োই পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানে আবার দেখা যাচ্ছে, তাঁর হাতে একটি আঁকশির মতো জিনিস রয়েছে। সেটা দিয়েই তিনি শপিং সারছেন বলে অনুমান। ভিডিয়োটি পোস্ট হতেই ভাইরাল হতে সময় নেয়নি।

Advertisement

আরও পড়ুন: করোনার আতঙ্কে করমর্দন ছেড়ে যুবরাজের ‘নমস্তে’

আরও পড়ুন: ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগেই টুইট করে দিয়েছিলেন এক ইউজার!

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement