মাছ ধরতে গিয়ে পেলেন সাপ সমেত মাছ। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
আমেরিকার টেক্সাসের হাউস্টনের বাসিন্দা চাসে ম্যাকরে। সম্প্রতি তিনি মাছ ধরতে গিয়েছিলেন হ্যারিস কাউন্টির ল্যাংহ্যাম ক্রিকে। সেখানে গিয়ে মাছও ধরেছেন তিনি। কিন্তু সেই মাছ ধরার সময়ই ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হল তাঁর। মাছ ধরতে গিয়ে যা তিনি পেয়েছেন তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ভাইরাল হয়েছে।
ল্যাংহ্যাম ক্রিকে গিয়ে ম্যাকরের বরশিতে মাছ গাঁথল। কিন্তু সেই মাছকে যখন জল থেকে উপরে তুললেন, তখনই ঘটল চমক। ম্যাকরে দেখলেন, যে মাছ তাঁর বরশিতে গেঁথেছে, সেই মাছকে ঘিরে ধরে রয়েছে বড় একটি সাপ। ওই অবস্থাতেই ঘটনার ভিডিয়ো করেন তিনি। সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ৪৬ লক্ষ ইউজার।
কিন্তু সাপের হাত থেকে মাছটিকে কী ভাবে উদ্ধার করলেন ম্যাকরে? এর উত্তরে সেখানকার এক স্থানীয় সংবাদমাধ্যমকে ম্যাকরে জানিয়েছেন, ছুরি দিয়ে তিনি সাপটিকে আঘাত করেন। তারপর সাপের কবল থেকে মাছটি উদ্ধার করেন। এতে সাপটির আঘাত লাগলেও তা মারাত্মক নয় বলে দাবি করেছেন ম্যাকরে।
আরও পড়ুন: স্বপ্নপূরণ করতে চান? চাকরি ছাড়লে এক লক্ষ ডলার দেবে এই সংস্থা!
আরও পড়ুন: ‘পাঁচশ টাকা বেশি দেব, নামিয়ে দে ভাই!’ প্যারাগ্লাইডিংয়ে গিয়ে বিপিনের কাণ্ড ভাইরাল