Viral Video

ট্রাকে ঢুকে সাইকেল রেসারদের তাড়িয়ে বেড়ালো কুকুর! ভিডিয়ো ভাইরাল

চলছিল সাইকেল রেস। সেই সময় সেখানে ঢুকে পড়ে প্রতিযোগীদের তাড়িয়ে বেড়ালো একটি কুকুর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৯ ১৩:৩৮
Share:

রেসারদের তাড়া করছে কুকুর। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

চলছিল সাইকেল রেস। সেই সময় সেখানে ঢুকে পড়ে প্রতিযোগীদের তাড়িয়ে বেড়ালো একটি কুকুর। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে।

Advertisement

বেলজিয়ামে গত রবিবার ছিল সাইকেল প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায় সাইকেল নিয়ে সওয়ার হয়েছিলেন প্রচুর প্রতিযোগী। কিন্তু যাত্রাপথের মধ্যেই রেস ট্রাকে হুট করে ঢুকে পড়ে একটি সারমেয়। ঢুকেই সাইকেল আরোহীদের তাড়া করতে শুরু করে। কামড় খাওয়া থেকে বাঁচতে আরোহীরা আরও জোরে সাইকেল নিয়ে দৌড়াতে থাকেন।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, টম পিডকক ও কুইন্টেন হারমেনকে প্রথমে তাড়া করে কুকুরটি। তাঁরা পাশ কাটিয়ে পালাতেই ম্যাথিউর ভ্যান ডেরের সাইকেলের পিছু নেওয়া শুরু করেছিল কুকুরটি। আয়োজকরা অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারেননি। রেস ট্রাকে প্রতিযোগীদের তাড়িয়ে বেড়ালেও কাউকে কামড়ায়নি কুকুরটি। তাড়া আরও দ্রুত সাইকেল ছুটিয়ে রেস জিতেছেন ২৪ বছরের ম্যাথিউর ভ্যান ডের।

Advertisement

দেখুন সেই ভিডিয়ো—

আরও পড়ুন: ফ্রি-তে বাড়ি করে দেব, লটারি জিতে বললেন কোটিপতি হওয়া রাজমিস্ত্রি

আরও পড়ুন: ‘উত্তেজিত’ কুকুর গাড়ি ফেলল পুকুরে! দেখুন ভিডিয়ো

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement