CoronaVirus

করোনা রোগীর চিকিৎসার পর কত বার হাত ধুতে হয় চিকিৎসকদের?

এক জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করার পর এক জন চিকিৎসককে কত বার হাত স্যানিটাইজ করতে হয়?

Advertisement

সংবাদ সংস্থা 

বেজিং শেষ আপডেট: ১৭ মার্চ ২০২০ ১১:০২
Share:

করোনা চিকিৎসার পর হাত ধুচ্ছেন চিকিৎসক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

করোনাভাইরাস প্রতিরোধে বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। কিন্তু এক জন করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা করার পর এক জন চিকিৎসককে কত বার হাত স্যানিটাইজ করতে হয়? সেই ভিডিয়োয় সম্প্রতি শেয়ার করেছে চিনের একটি সংবাদমাধ্যম। তা দেখে অবাক হচ্ছেন নেটাগরিকরা।

Advertisement

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চিকিৎসা করার আগে বহুস্তরীয় পোশাক পরেন চিকিৎসকরা। জুতো বা হাতেও থাকে গ্লাভস। পোশাকের প্রত্যেকটি স্তর ছেড়ে ফেলার পর, একবার করে হাতে স্যানিটাইজার দিচ্ছেন ওই চিকিৎসক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, আইসোলেশন রুম থেকে বেরিয়ে জুতোর কভার খুললেন। তা নির্দিষ্ট জায়গায় রেখে হাতে ধুলেন। এ ভাবে তিনি গ্লাভস, মেডিক্যাল গ্রাউন সহ সমস্ত পোশাক খুলছেন ও হাত ধুচ্ছেন । প্রতিরক্ষামূলক পোশাক খোলার সময় তাঁকে মোট ১১ বার হাত ধুতে দেখা গেল।

তা দেখেই অবাক হচ্ছেন নেটাগরিকরা। চিকিৎসকদের কতটা সতর্ক হয়ে কাজ করতে হয়, সে ব্যাপারটিও উঠে আসছে তাঁদের আলোচনায়। দেখুন সেই ভিডিয়ো—

Advertisement

আরও পড়ুন: সীমান্ত আটকাবে ইউরোপ, কোমর বাঁধছে আমেরিকাও

আরও পড়ুন: ‘কলকাতা থেকে পড়তে এসে আটকে পড়েছি ইটালিতে, আমাদের বাঁচান!’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement