Viral Video

গানের সঙ্গে নাচছে বিড়াল! টিকটকে বানানো ভিডিয়ো ভাইরাল!

গানে তাল মিলিয়ে ভিডিয়ো তৈরিতে অংশ নেয় বিড়াল, তখন তা দেখতে স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয় নেটিজেনদের মধ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৯ ১১:৩১
Share:

টিকটকে ভিডিয়োয় বিড়ালের নাচ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।

গতানুগতিকতা থেকে বেরিয়ে একটু অন্য রকম কিছু করার আশায় ভিডিয়ো তৈরির জনপ্রিয় অ্যাপ টিকটকের দ্বারস্থ হন অনেকেই। কিন্তু মানুষের পাশাপাশি যখন টিকটকের গানে তাল মিলিয়ে ভিডিয়ো তৈরিতে অংশ নেয় বিড়াল, তখন তা দেখতে স্বাভাবিক ভাবেই আগ্রহ তৈরি হয় নেটিজেনদের মধ্যে।

Advertisement

সম্প্রতি টিকটকে বানানো ১২ সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই ভিডিয়োতে ‘মিস্টার স্যান্ডম্যান’ গানের সুরে বিচিত্র কায়দায় নাচ করতে দেখা যাচ্ছে একটি বিড়ালকে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, গানের সুর তাল মিলিয়ে কখনও দুই থাবা দিয়ে তালি মারছে বিড়ালটি, তো কখনও নিজের শরীর দুলিয়ে নিচ্ছে গানের তালে।

এই ভিডিয়ো টিকটকে তৈরি করা হলেও, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন সাইটে তা ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। আর ওই বিড়ালের নাচ দেখে মজায় মাতছেন নেটিজেনরা।

Advertisement

যদিও বিড়ালটির কোথাকার, বা কবে ভিডিয়োটি বানানো হয়েছে সে ব্যাপারে কোনও তথ্য জানা যায়নি।

আরও পড়ুন: লর্ড মাউন্টব্যাটেন কি উভকামী ছিলেন

আরও পড়ুন: গাড়ি চালালে নিজে থেকেই গান শোনায় এই রাস্তা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement