স্টিভেন পল ও তাঁর শিল্প। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
কত কিছু দিয়েই না ছবি আঁকা যায়।যেমন উপরের এই ছবিটি তৈরি হয়েছে লুডোর ডাইস দিয়ে। ঠিকই দেখছেন, এই অসাধারণ সুন্দর, ‘নিখুঁত’ ছবিটিতৈরি হয়েছে আমাদের পরিচিতলুডোর কয়েক হাজার ডাইস দিয়ে।
ছবিটি তৈরির একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উপরের ছবিটি দেখে যদি বিশ্বাস না হয় লুডোর ডাইস দিয়ে কী ভাবে তৈরি হল ছবিটি তা দেখতে পারেন ভিডিয়োতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে ছবির শেষ ডাইসটি বসাচ্ছেন এক শিল্পী। ধীরে ধীরে ক্যামেরা জুম আউট হতেই ফুটে উঠছে একটি মানুষের মুখ।
ভাল করে দেখলেই বোঝা যাচ্ছে,কালো ব্যাকগ্রাউন্ডের উপর যেখানে সাদা ফুটকিগুলি ঘন করার প্রয়োজন সেখানে লুডোর ডাইসের ছয়-এর দিকটি ব্যবহার করা হয়েছে। এই ভাবে যেখানে যেমন ঘনত্ব প্রয়োজন কোথাও পাঁচ, কোথাও চার, তিন, দুই বা এক ব্যবহার করা হয়েছে।
এই শিল্প মার্কিন শিল্পী স্টিভেন পল জাড-এর তৈরি। ২০ হাজার লুডোর ডাইস দিয়ে তিনি যাঁর ছবি এঁকেছেন তিনি আমেরিকার এক উপজাতি নেতা ‘সিটিং বুল’।সিটিং বুলের জন্ম তারিখ সঠিক ভাবে জানা নেই। ১৮৯০ সালে ৫৮ বা ৫৯ বছর বয়সে ১৫ ডিসেম্বর মারা যান। তাঁকে শ্রদ্ধা জানাতে স্টিভেন পল জাড এই শিল্প তৈরি করেছেন।এটি আমেরিকার ওকলাহোমা সিটির প্লাজা ডিস্ট্রিক্ট নামে এক আর্ট গ্যালারিতে তৈরি করেন।
দেখুন সেই ভিডিয়ো:
A post shared by Steven Paul Judd (@stevenpauljudd) on
আরও পড়ুন: বিকিনিতে ব্রিটনি স্পিয়ার্সের অ্যাক্রো-যোগ ব্যায়ামের ভিডিয়ো ভাইরাল
এই ভিডিয়ো ছাড়াও এমন আরও কিছু শিল্প রয়েছে স্টিভেনের। সেই ছবি ভিডিয়োগুলিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
স্টিভেনের সৃষ্টি:
A post shared by Steven Paul Judd (@stevenpauljudd) on