Viral video

কোয়ালার পর এবার ক্যাঙারুর ছবি ভাইরাল, গরম ও দাবানলের মার থেকে বাঁচতে মরিয়া সবাই

একটি ছোট্ট সুইমিং পুলেগা ডুবিয়ে বসে রয়েছে ক্যাঙারুটি।ভিডিয়োর পোস্টে লেখা হয়েছে, প্রচণ্ড গরম থেকে বাঁচতে নিজেকে ঠান্ডা করছে ক্যাঙারুটি। ভিডিয়োটি এখনও পর্যন্ত ছ’লাখ ৫২ হাজারের বেশি বার দেখা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৭
Share:
সুইমিং পুলে নেমে পড়েছে ক্যাঙারু। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

সুইমিং পুলে নেমে পড়েছে ক্যাঙারু। ছবি: ফেসবুক থেকে নেওয়া।

একদিকে প্রচণ্ড দাবদাহ। তার উপর দাবানল। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার বন্য প্রাণীদের পরিস্থিতিচিন্তায় ফেলেছে সবাইকে।এ সবের মধ্যেইএকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। গরম থেকে বাঁচতে সুইমিং পুলে নেমে পড়ল একটি ক্যাঙারু

Advertisement

ভিডিয়োটি শনিবার পোস্ট হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট্ট সুইমিং পুলেগা ডুবিয়ে বসে রয়েছে ক্যাঙারুটি।ভিডিয়োর পোস্টে লেখা হয়েছে, প্রচণ্ড গরম থেকে বাঁচতে নিজেকে ঠান্ডা করছে ক্যাঙারুটি। ভিডিয়োটি এখনও পর্যন্ত ছ’লাখ ৫২ হাজারের বেশি বার দেখা হয়েছে।

এটি অস্ট্রেলিয়ায় দক্ষিণ ওয়েলসে হান্টার অঞ্চলের ছবি। শনিবার ওই এলাকার তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। তার হাত থেকে বাঁচতে প্রায় ৭০ কেজি ওজনেরর এই ক্যাঙারুটি এক গৃহস্থের সুমিংপুলে নেমে পড়ে।

Advertisement

আরও পড়ুন: ঘর পুড়ছে আগুনে, দমকল কর্মীর পাশে দাঁড়িয়ে দেখছে কোয়ালা

স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, অস্ট্রেলিয়ায় এবারের দাবানলে অন্তত ৯১ লাখ একর জঙ্গল পুড়ে গিয়েছে। মারা গিয়েছেন অন্তত ছ’জন। সেই সঙ্গে কত প্রাণীর মৃত্যু হয়েছে তার সঠিক হিসেব এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন: হাজার হাজার সুন্দরী কেন এমন করে চুল বাঁধতে শুরু করলেন?

গরম এবং দাবানলের ফলে ক্ষতিগ্রস্ত প্রাণীদের একের পর এক যে ছবি আসছে, সেটা সামগ্রিক ভাবে ভয়ঙ্কর বলে দাবি করছেন নেটিজেনরা।

দেখুন সেই ভিডিয়ো:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement