হাতের তালুতে দু’মুখো সাপ। ছবি টুইটার থেকে সংগৃহীত।
ইন্দোনেশিয়ার বালির ছোট্ট একটি গ্রামে থাকেন গুস্তি বাগুস একা বুদায়া। সম্প্রতি কাজ থেকে বাড়ি ফিরছিলেন তিনি। পাড়ায় ঢুকে বাড়ির সামনে বাইক রাখছিলেন, তখনই ছোট একটি সাপকে দেখতে পান তিনি। কী সাপ সেটি, তা দেখার জন্য ঝুঁকতেই চমকে যান বুদায়া। দেখেন, ছোট্ট ওই সাপটির মুখ রয়েছে দু’টি।
তার পরই ভিড় জমে যায় সেখানে। দু’মুখো সাপের কথা ছড়িয়ে পড়তেই ভিড় জমতে শুরু করে সেখানে। বিষয়টি নিয়ে হুড়োহুড়ি পড়ে যায়। তবে সাপটি আকারে বেশ ছোট। মানুষের হাতের তালুর মধ্যেই দিব্যি ধরে যাচ্ছে সে। তবে সাপটির নাম বা প্রজাতি জানা অবশ্য সম্ভব হয়নি। সাপটির বিষ আছে কি না তাও জানা যায়নি।
তবে দু’মুখওয়ালা সাপ সচরাচর দেখা যায় না বলেই জানিয়ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: সেভআওয়ারওসেনস হ্যাশট্যাগে ভিডিয়ো আপলোড করলেই ২ ডলার দেবে টিকটক
আরও পড়ুন: হাতে সাপ নিয়ে দেখাচ্ছেন খেলা, সঙ্গে মোদীকে দিচ্ছেন হুমকি!