International News

গরম হবে না, অথচ এই ড্রায়ারে জামাকাপড় শুকিয়ে যাবে নিমেষে

সমস্যার সমাধানে হাল ধরতে এ বার আসছে আল্ট্রাসোনিক ড্রায়ার। দেখতে ছোটখাটো। গরমও হবে না। ওয়াশিং মেশিনের ড্রায়ারের চেয়ে অনেক বেশি উপযোগী। ঘরে বসেই প্রচুর জামাকাপড় শুকানো যাবে নিমেষে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৭ ২০:৪৩
Share:

নিজের বানানো ড্রায়ার দেখাচ্ছেন ভাইরাল পটেল। ছবি: ওআরএনএল বিল্ডিং টেক-এর টুইটারের সৌজন্যে।

বর্ষাকালে জামাকাপড় শুকানো বেশ ঝক্কির একটা বিষয়! শুধু বৃষ্টি নয়, আধুনিক ফ্ল্যাট বাড়িতে জায়গার অভাবও জামাকাপড় শুকানোর পক্ষে অন্তরায়! আর এ সব নিয়ে ভীষণই সমস্যায় পড়তে হয় আবাসিকদের। এমনকী, ওয়াশিং মেশিনে জামাকাপড় ড্রাই করলেও তা ফের শুকানোর প্রয়োজন পড়ে!

Advertisement

সেই সমস্যার সমাধানে হাল ধরতে এ বার আসছে আল্ট্রাসোনিক ড্রায়ার। দেখতে ছোটখাটো। গরমও হবে না। ওয়াশিং মেশিনের ড্রায়ারের চেয়ে অনেক বেশি উপযোগী। ঘরে বসেই প্রচুর জামাকাপড় শুকানো যাবে নিমেষে। সৌজন্যে এক ইন্দো-আমেরিকান যুবক। নাম ভাইরাল পটেল। সম্প্রতি আমেরিকার টেনেসি-র ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরির ডেভলপমেন্ট অ্যাসোসিয়েট ভাইরাল তৈরি করেছেন এই অত্যাধুনিক ড্রায়ারটি।

আরও পড়ুন: গুরুপূর্ণিমাকে স্বীকৃতি নাসার টুইটে

Advertisement

ভাইরালের দাবি, নতুন এই ড্রায়ারটি সাধারণ বাজারচলতি ড্রায়ারের থেকে অন্তত পাঁচ গুণ বেশি ভাল কাজ করবে। অনেক বেশি জামাকাপড়ও একসঙ্গে শুকনো করার ক্ষমতা রয়েছে এর। এই ড্রায়ার থেকে কোনও বাষ্পীভবন হবে না বলেও জানিয়েছেন ভাইরাল। উন্নত প্রযুক্তির সাহায্যে এটি কাপড়ের মধ্যে থেকে জল শুষে নেবে। এই কাজের জন্য আল্ট্রাসোনিক ড্রায়ারে পিয়েজোইলেক্ট্রিক ট্রান্সডিউসার ব্যবহার করা হয়েছে। ভাইরাল জানিয়েছেন, এই ট্রান্সডিউসারে হাই ভোল্টেজ ব্যবহার করা হয়। কানেকশন চালু হলে ভাইব্রেট করতে থাকে ট্রান্সডিউসারটি। এতেই কাপড়ের বাষ্প বেরিয়ে আসে। কিন্তু কোনও তাপ উত্পন্ন হয় না।

সম্ভবত জিএ অ্যাপ্লায়েন্স-এর সঙ্গে গাঁটছড়া বেঁধে বাজারে আসবে এই ড্রায়ারটি। তবে আল্ট্রাসোনিক ড্রায়ারের কত দাম হতে পারে সে বিষয়ে কিছু জানাননি ভাইরাল। ওক রিজ ল্যাবরেটরি সূত্রে খবর, এই ড্রায়ার বাজারে আনতে আরও ৪-৫ বছর সময় লাগতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement