Santa Singh

বড়দিনের আগে কানাডার রাস্তায় সান্তা, তবে ‘ক্লজ’ নয়, ‘সিংহ’!

দেশটা কানাডা। আর বড়দিনের আগে কানাডার রাস্তায় নেচে গেয়ে ছোটদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন যিনি, তার গায়ের পোশাকটা সান্তা ক্লজের মতো হলেও দাড়িতে পাক ধরেনি। মাথার লাল পাগড়ি বুঝিয়ে দিচ্ছে, সেই যুবক আসলে শিখ সম্প্রদায়ভুক্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮ ১০:১৫
Share:

এই সেই 'সান্তা সিংহ'

দেশটা কানাডা। আর বড়দিনের আগে কানাডার রাস্তায় নেচে গেয়ে ছোটদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন যিনি, তার গায়ের পোশাকটা সান্তা ক্লজের মতো হলেও দাড়িতে পাক ধরেনি। মাথার লাল পাগড়ি বুঝিয়ে দিচ্ছে, সেই যুবক আসলে শিখ সম্প্রদায়ভুক্ত। আর তার এই কীর্তি উষ্ণতা ছড়াচ্ছে বরফ ঢাকা কানাডার রাস্তায়।

Advertisement

সম্প্রতি 'শিখ চ্যানেল'-এর ফেসবুক পেজ থেকে পোস্ট করা একটি ভিডিয়োতে দেখা গিয়েছে এমন ঘটনাই। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে ভিডিয়োটি।

ভিডিয়োটি এতটাই জনপ্রিয় হয়েছে যে, সেই যুবককে ‘সান্তা সিংহ’ বলেও অভিহিত করেছেন অনেকে। প্রায় ছয় মিনিটের এই ভিডিয়োতে সান্তা সিংহকে রাস্তায় শিশু এবং অন্যান্য মানুষজনের সঙ্গে কথা বলতে এবং তাদের হাতে উপহার তুলে দিতে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, রীতিমতো ভাংরা নেচেও তাঁদের মনোরঞ্জন করতে দেখা যাচ্ছে ‘সান্তা সিংহ’ কে।

Advertisement

দেখে নিন ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি:

যদিও জানানো হয়েছে যে ভিডিয়োটি বেশ কিছুদিন আগের। সামনে বড়দিন উপলক্ষেই নতুন করে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

আরও পড়ুন: সতর্কবার্তা ছাড়াই ধেয়ে এল ভয়াল প্লাবন, ইন্দোনেশিয়ায় মৃত অন্তত ২২২

আরও পড়ুন: অস্ত্রোপচারের সময়ই গিটার বাজালেন দক্ষিণ আফ্রিকার গায়ক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement