জেলের বাইরে মৃতদের পরিজনেরা।ছবি: রয়টার্স।
বন্দিদের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ জেলের মধ্যে, গুলির শব্দ, আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারল না কর্তৃপক্ষ। মর্মান্তিক মৃত্যু মিছিলের সাক্ষী হল দক্ষিণ ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া কারাগার। বন্দি ও কারাকর্মী মিলিয়ে অন্তত ৬৮ জন পুড়ে মারা গিয়েছেন বলে খবর।
ভয়ঙ্কর ঘটনার খবর পেয়ে জেল ঘিরে বিক্ষোভ শুরু করেন বন্দিদের আত্মীয়-পরিজনরা। সেখানেও শান্তিপূর্ণ ভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারেনি প্রশাসন। বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ছোড়া হয়। তাতে আরও উত্তপ্ত হয়ে উঠেছে ভ্যালেন্সিয়া।
এমনিতেই জেলে অব্যবস্থার জন্য ভেনেজুয়েলার কুখ্যাতি রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলার জেলগুলোতে যত জন বন্দিকে রাখার ব্যবস্থা রয়েছে, রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক বন্দি।
আরও পড়ুন: ৫ বছর পর পাকিস্তানে মালালা, সফরসূচি চরম গোপনীয়তায়
আরও পড়ুন: অনলাইনে মেয়েকে বিক্রি, শাস্তি বাবার
বিভিন্ন মাফিয়া গোষ্ঠীর মধ্যে লড়াই লেগেই থাকে ভেনেজুয়েলায়। জেলার মধ্যেও সে রকমই গ্যাং-ওয়ার শুরু হয়েছিল বলে খবর। তাতেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
আহতকে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: রয়টার্স।
ভেনেজুয়েলারঅ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, ভ্যালেন্সিয়া কারাগারে বন্দির সংখ্যা ৬০। তাঁর বক্তব্য অনুযায়ী, যুযুধান দুই গোষ্ঠী নিজেদের লড়াইয়ের মাঝেই জেলে আগুন ধরিয়ে দেয়। সেই সময় গুলির শব্দও শোনা গিয়েছিল। পুলিসের ধারণা, জেলের মধ্যেও বন্দিদের হাতে পৌঁছে যাচ্ছে অস্ত্র। অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নিহতদের পরিজনরা