মার্কিন সেনেটর জন ম্যাকেন।- ফাইল চিত্র।
সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করানোর জন্য পাকিস্তানের ওপর মার্কিন চাপ আরও বাড়ছে। চাপ বাড়াচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। সেই লক্ষ্যে রিপাবলিকান নেতা সেনেটর জন ম্যাকেন একটি সংশোধনী আনলেন মার্কিন সেনেটে। যার মূল নির্যাস, তালিবান, হাক্কানি সহ সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে মদত চালিয়ে গেলে পাকিস্তানকে চড়া মাশুল গুনতে হবে। ধীরে ধীরে পকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক, সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক শিথিল করতে শুরু করে দেবে আমেরিকা।
গত বৃহস্পতিবার রিপাবলিকান নেতা ম্যাকেন ওই সংশোধনীটি এনেছেন আগামী বছরের জন্য প্রস্তাবিত ন্যাশনাল ডিফেন্স অথরাইজেশন অ্যাক্ট (এনডিএএ) বিলে। বলা হয়েছে, আফগানিস্তানে শান্তি ফেরানোর লক্ষ্যেই সংশোধনীটি আনা হয়েছে। রিপাবলিকান নেতা সেনেটর ম্যাকেন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান। এই কমিটি সেনেটে অত্যন্ত শক্তিশালী।
আরও পড়ুন- আজ পর্যন্ত কোনও পাক প্রধানমন্ত্রী পুরো মেয়াদ থাকেননি
এও বলা হয়েছে, আগামী দিনে দীর্ঘমেয়াদি পাক-মার্কিন প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রেও এই সংশোধনীটি বড় ভূমিকা নিতে পারে।
সংশোধনীটি আনার সময় সেনেটর ম্যাকেন জানিয়েছেন, আফগানিস্তানে রাজনৈতিক স্থিতাবস্থা ফেরানোর জন্য কূটনৈতিক স্তরে আফগানিস্তান, পাকিস্তান, চিন, ভারত, তাজিকিস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাবে আমেরিকা।