US

শরীর দুমড়ে-মুচড়ে মাইকেল জ্যাকসনকে মনে করালেন এক জিমন্যাস্ট!

জ্যাকসনের স্মৃতিই ফিরিয়ে আনলেন এক জিমন্যাস্ট। তাঁর দেড় মিনিটের পারফরম্যান্সে। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

সংবাদ সংস্থা 

ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৯:০৯
Share:

মার্কিন জিমন্যাস্ট ক্যাটলিন ওহাশি। ছবি টুইটার থেকে।

জিমন্যাস্টিক দেখতে গিয়ে আপনি যদি শুধুই জিমন্যাস্টের পায়ের দিকে নজর রাখতেন, তা হলে আপনারও মনে হত মাইকেল জ্যাকসনই ফিরে এসেছেন! কিন্তু তা তো আর সম্ভব নয়। ‘কিং অফ পপ’ জ্যাকসন প্রয়াত হয়েছেন অনেক দিন আগেই। কিন্তু জ্যাকসনের স্মৃতিই ফিরিয়ে আনলেন এক জিমন্যাস্ট। তাঁর দেড় মিনিটের পারফরম্যান্সে। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউসিএলএ), শনিবার।

Advertisement

বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জিমন্যাস্ট প্রতিযোগিতায় এমনই তাক লাগানো পারফরম্যান্স করেছেন মার্কিন জিমন্যাস্ট ক্যাটলিন ওহাশি। তাঁর সেই পারফরম্যান্স ভাইরাল হয়ে গিয়েছে নেট-দুনিয়ায়। প্রতিযোগিতায় ক্যাটলিনের দেড় মিনিটের পারফরম্যান্স ছিল প্রয়াত মাইকেল জ্যাকসনের সম্মানে। ১০ জন বিচারকের সামনে চমকে দেওয়া ফ্লিপ-ফ্লপ দেখালেন ওহাশি। আর তার জেরেই ইউসিএলএ-তে মহিলাদের জিমন্যাস্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিনি।

মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানগুলির ‘ম্যাশ আপ’ এর সঙ্গেই আকাশ ছোঁয়ার চেষ্টা করেন ২০ বছরের জিমন্যাস্ট ওহাশি। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।

Advertisement

আরও পড়ুন: কবিতা দিয়ে হার্দিকদের নিন্দা করলেন এই অভিনেত্রী

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement