নিরাপত্তা সংক্রান্ত কারণে তিন সাংবাদিকের দেশে ঢোকা নিষিদ্ধ করল ইউক্রেন সরকার। পূর্ব ইউক্রেনে এক বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা অশান্তিকে মাথায় রেখে দেশের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বুধবারই ৪০০ জনের বিরুদ্ধে দেশে প্রবেশ না করার ফতোয়া জারি করেন। তাঁদের মধ্যে একটি ইংরেজি খবরের চ্যানেলের দুই ব্রিটিশ ও একজন রুশ সাংবাদিক রয়েছেন। নির্দিষ্ট ওই চ্যানেলটিকে কেন চিহ্নিত করা হয়েছে, তা নিয়ে অবশ্য এখনও কিছু জানায়নি ইউক্রেন সরকার।