International news

দুর্ঘটনার কারণে বন্ধ রাখা হল উবের-এর সেলফ ড্রাইভিং গাড়ির পরীক্ষা

আপাতত রাস্তায় চলবে না উবেরের সেলফ-ড্রাইভিং গাড়ি। শুক্রবার রাতে আমেরিকার আরিজোনায় এক দুর্ঘটনার পর রাস্তায় নামিয়ে তাদের সেলফ-ড্রাইভিং গাড়ির পরীক্ষার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উবের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৭ ১৫:৫৮
Share:

দুর্ঘটনার ফলে উল্টে গিয়েছে গাড়িটি।

আপাতত রাস্তায় চলবে না উবেরের সেলফ-ড্রাইভিং গাড়ি। শুক্রবার রাতে আমেরিকার আরিজোনায় এক দুর্ঘটনার পর রাস্তায় নামিয়ে তাদের সেলফ-ড্রাইভিং গাড়ির পরীক্ষার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল উবের।

Advertisement

গত শুক্রবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিট নাগাদ আরিজোনার টেম্পেতে অন্য একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উবের এসইউভি-র। উবেরের ওই এসইউভিটি ছিল সেলফ-ড্রাইভিং গাড়ি। রাস্তায় ঠিকঠাক চলছে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছিল ওই দিন। তাই গাড়িটিতে কোনও যাত্রী না থাকলেও চালকের সিটে এক কর্মী ছিলেন। তবে ওই দুর্ঘটনায় কেউই গুরুতর জখম হননি।

আরও পড়ুন: আফগানিস্তানে ড্রোন হামলা আমেরিকার, নিহত শীর্ষ আল কায়দা জঙ্গি

Advertisement

এই দুর্ঘটনার পর উবেরের মুখপাত্র চেলসি কোহলার বলেন, ‘‘আমরা এই বিষয়টি দেখছি। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।’’ পিটসবার্গ এবং সান ফ্রান্সিসকোতেও উবেরে সেলফ-ড্রাইভিং গাড়ির পরীক্ষা চলছিল। যাতে কোনও বড় বিপদ না ঘটে তাই আরিজোনার মতো সেখানেও এই পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement